আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৯
১৮- রাসূলুল্লাহ (ﷺ) এর ইযারের (লুঙ্গি) বিবরণ
১১৯।আহমদ ইবন মানী’ (রাহঃ)... আবু বুরদা (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একবার আয়িশা (রাযিঃ) আমাদের সম্মুখে একটি তালিযুক্ত চাদর ও একটি মোটা তহবন্দ (ইযার) বের করে আনেন। তারপর তিনি বললেনঃ ওফাতের সময়ও রাসূলুল্লাহ্ (ﷺ) এ দু’টি কাপড় পরিহিত অবস্থায় ছিলেন।
بَابُ مَا جَاءَ فِي صِفَةِ إِزَارِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ : حَدَّثَنَا أَيُّوبُ ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ ، عَنْ أَبِي بُرْدَةَ قَالَ : أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ ، كِسَاءً مُلَبَّدًا وَإِزَارًا غَلِيظًا ، فَقَالَتْ : قُبِضَ رُوحُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَيْنِ.