আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৮
রাসূলুল্লাহ (ﷺ) -এর আংটির বিবরণ
৮৮।কুতায়বা (রাহঃ)... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) একটি রৌপ্যের আংটি তৈরী করিয়েছিলেন। তিনি তা দ্বারা (সরকারী) চিঠিপত্রে সীল মারতেন, তবে তিনি তা সচরাচর) পরিধান করতেন না।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, আবু বিশর-এর নাম জা’ফর ইবন আবু ওয়াহশীয়া।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, আবু বিশর-এর নাম জা’ফর ইবন আবু ওয়াহশীয়া।
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ أَبِي بِشْرٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ ، فَكَانَ يَخْتِمُ بِهِ وَلاَ يَلْبَسُهُ.
قَالَ أَبُو عِيسَى : أَبُو بِشْرٍ اسْمُهُ جَعْفَرُ بْنُ أَبِي وَحْشِيَّةَ.
قَالَ أَبُو عِيسَى : أَبُو بِشْرٍ اسْمُهُ جَعْفَرُ بْنُ أَبِي وَحْشِيَّةَ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৯
রাসূলুল্লাহ (ﷺ) -এর আংটির বিবরণ
৮৯।মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আনাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) রৌপ্যের আংটি ব্যবহার করতেন। তাঁর আংটিতে নাম খোদাই করার অংশটি রৌপ্য নির্মিত ছিল।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ بْنِ عُبَيْدٍ هُوَ الطَّنَافِسِيُّ قَالَ : حَدَّثَنَا زُهَيْرٌ أَبُو خَيْثَمَةَ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ خَاتَمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فِضَّةٍ فَصُّهُ مِنْهُ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯০
রাসূলুল্লাহ (ﷺ) -এর আংটির বিবরণ
৯০।ইসহাক ইবন মানসুর (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন অনারব রাজা-বাদশাহদের প্রতি দাওয়াতনামা প্রেরণের সংকল্প (ইচ্ছা) করেন তখন তাঁকে জানিয়ে দেওয়া হয় যে, তারা সীল ব্যতীত চিঠিপত্র গ্রহণ করে না। তাই তিনি একটি আংটি তৈরী করান। তাঁর হাত মুবারকের নীচে রাখা আংটিটির ঔজ্জ্বল্য যেন আমি আজও প্রত্যক্ষ করছি।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ : حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : لَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى الْعَجَمِ قِيلَ لَهُ : إِنَّ الْعَجَمَ لاَ يَقْبَلُونَ إِلَّا كِتَابًا عَلَيْهِ خَاتَمٌ ، فَاصْطَنَعَ خَاتَمًا فَكَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي كَفِّهِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯১
রাসূলুল্লাহ (ﷺ) -এর আংটির বিবরণ
৯১।মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন : নবী (ﷺ) -এর আংটিতে ’মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)’ অংকিত ছিল। ‘মুহাম্মাদ’ এক লাইনে, ‘রাসূল’ এক লাইনে এবং আল্লাহ্’ এক লাইনে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ ثُمَامَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ نَقْشُ خَاتَمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مُحَمَّدٌ سَطْرٌ ، وَرَسُولٌ سَطْرٌ ، وَاللَّهُ سَطْرٌ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯২
রাসূলুল্লাহ (ﷺ) -এর আংটির বিবরণ
৯২। নসর ইবন আলী জাহযামী আবু ’আমর (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) পারস্য সম্রাট কিসরা, রোম সম্রাট কায়সার এবং আবিসিনীয় রাজা নাজ্জাসীর নিকট (ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে) চিঠি লেখার ইচ্ছে পোষণ করেন। তাঁকে জানানো হলো তারা সীলমোহর ব্যতীত চিঠি গ্রহণ করে না। এরপর রাসূলুল্লাহ (ﷺ) একটি আংটি তৈরী করান যার বৃত্তটি ছিল রৌপ্যের । আর তিনি ঐ আংটিতে ‘মুহম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)’ (مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ) অংকিত করেন।
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ أَبُو عَمْرٍو قَالَ : حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ ، عَنْ خَالِدِ بْنِ قَيْسٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَى كِسْرَى وَقَيْصَرَ وَالنَّجَاشِيِّ ، فَقِيلَ لَهُ : إِنَّهُمْ لاَ يَقْبَلُونَ كِتَابًا إِلَّا بِخَاتَمٍ فَصَاغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا حَلْقَتُهُ فِضَّةٌ ، وَنُقِشَ فِيهِ : مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯৩
রাসূলুল্লাহ (ﷺ) -এর আংটির বিবরণ
৯৩। ইসহাক ইবন মনসুর (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) যখন বায়তুলখালায় (পায়খানায়) প্রবেশ করতেন তখন তাঁর আংটি খুলে রেখে যেতেন।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ : حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ ، وَالْحَجَّاجُ بْنُ مِنْهَالٍ ، عَنْ هَمَّامٍ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ أَنَسٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَخَلَ الْخَلاَءَ نَزَعَ خَاتَمَهُ.
হাদীস নং:৯৪
রাসূলুল্লাহ (ﷺ) -এর আংটির বিবরণ
৯৪।ইসহাক ইবন মনসুর (রাহঃ)... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একটি রৌপ্যের আংটি তৈরী করান। সর্বদা তা তাঁর পবিত্র হাতে থাকত। তারপর তা পালাক্রমে আবু বকর (রাযিঃ), উমর (রাযিঃ)-এর হাতে চলে যায়। এরপর উসমান (রাযিঃ)-এর হাত থেকে তা আরীস নামক কূপে পড়ে যায়। উল্লেখ্য, তাতে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)’ অংকিত ছিল।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ : حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ : اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ ، فَكَانَ فِي يَدِهِ ثُمَّ كَانَ فِي يَدِ أَبِي بَكْرٍ ، وَيَدِ عُمَرَ ، ثُمَّ كَانَ فِي يَدِ عُثْمَانَ ، حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسٍ نَقْشُهُ : مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ.

তাহকীক:
তাহকীক চলমান