আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৩
১০- রাসূলুল্লাহ (ﷺ) এর মোজা ব্যবহার
৭৩। হান্নাদ ইবন সারিয়ী (রাহঃ)... ইবন বুরায়দা (রাযিঃ) তাঁর পিতা সূত্রে বর্ণনা করেন যে, নাজ্জাশী নবী (ﷺ)-কে এক জোড়া কালো রংের মোজা হাদিয়া পাঠান। এরপর তিনি ঐ মোজা দু’টি পরিধান করে ওযু করলেন এবং এর উপর মাসেহ করলেন।
بَابُ مَا جَاءَ فِي خُفِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ دَلْهَمِ بْنِ صَالِحٍ ، عَنْ حُجَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنِ ابْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، أَنَّ النَّجَاشِيَّ أَهْدَى لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُفَّيْنِ أَسْوَدَيْنِ سَاذَجَيْنِ ، فَلَبِسَهُمَا ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَيْهِمَا.

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: