আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৫
৬- রাসূলুল্লাহ (ﷺ) এর খিযাব লাগানো
৪৫।আহমাদ ইবন মানী’ (রাহঃ)... আবু রিমছা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার আমার ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলাম। তিনি তখন জিজ্ঞাসা করলেন, এ ছেলেটি কি তোমার? আমি বললাম, জি. হ্যাঁ। আপনি এর সাক্ষী থাকুন। তিনি বললেন : সে অপরাধ করলে তোমার উপর তা বর্তাবে না এবং তুমি অপরাধ করলে তার উপর তার দায়ভার বর্তাবে না। তিনি (রাবী) বলেন, আমি তাঁর কেশ মুবারক লাল দেখলাম।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এ বিষয়ে (অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) এর কেশ মুবারকে খিযাব প্রসঙ্গে) যা বর্ণিত হয়েছে, তন্মধ্যে এটি সর্বাধিক বিস্তারিত ও সহীহ রিওয়ায়াত-রাসূলুল্লাহ (ﷺ) -এর কেশ মুবারক একেবারে সাদা হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি। আবু রিমছা (রাযিঃ)-এর নাম রিফা’আ ইবন ইয়াছৱিবী। তিনি তায়ম গোত্রের লোক ছিলেন।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এ বিষয়ে (অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) এর কেশ মুবারকে খিযাব প্রসঙ্গে) যা বর্ণিত হয়েছে, তন্মধ্যে এটি সর্বাধিক বিস্তারিত ও সহীহ রিওয়ায়াত-রাসূলুল্লাহ (ﷺ) -এর কেশ মুবারক একেবারে সাদা হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি। আবু রিমছা (রাযিঃ)-এর নাম রিফা’আ ইবন ইয়াছৱিবী। তিনি তায়ম গোত্রের লোক ছিলেন।
بَابُ مَا جَاءَ فِي خِضَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ ، عَنِ إِيَادِ بْنِ لَقِيطٍ قَالَ : أَخْبَرَنِي أَبُو رِمْثَةَ قَالَ : أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ ابْنٍ لِي ، فَقَالَ : ابْنُكَ هَذَا ؟ فَقُلْتُ : نَعَمْ أَشْهَدُ بِهِ ، قَالَ : لاَ يَجْنِي عَلَيْكَ ، وَلاَ تَجْنِي عَلَيْهِ قَالَ : وَرَأَيْتُ الشَّيْبَ أَحْمَرَ.
قَالَ أَبُو عِيسَى : هَذَا أَحْسَنُ شَيْءٍ رُوِيَ فِي هَذَا الْبَابِ ، وَأَفْسَرُ ؛ لِأَنَّ الرُّوَايَاتِ الصَّحِيحَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَبْلُغِ الشَّيْبَ.
وَأَبُو رِمْثَةَ اسْمُهُ : رِفَاعَةُ بْنُ يَثْرِبِيٍّ التَّيْمِيُّ.
قَالَ أَبُو عِيسَى : هَذَا أَحْسَنُ شَيْءٍ رُوِيَ فِي هَذَا الْبَابِ ، وَأَفْسَرُ ؛ لِأَنَّ الرُّوَايَاتِ الصَّحِيحَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَبْلُغِ الشَّيْبَ.
وَأَبُو رِمْثَةَ اسْمُهُ : رِفَاعَةُ بْنُ يَثْرِبِيٍّ التَّيْمِيُّ.

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: