আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

كتاب الموطأ للإمام مالك

২৯. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২০৩
১৭. তালাকে মুত’আ প্রদানের বর্ণনা
রেওয়ায়ত ৪৬. মালিক (রাহঃ) বলেনঃ ইবনে শিহাব (রাহঃ) বলিতেন প্রত্যেক তালাকপ্রাপ্ত স্ত্রীর জন্য মুত’আ রহিয়াছে।

মালিক (রাহঃ) বলেনঃ কাশিম মুহাম্মাদ (রাহঃ) হইতেও অনুরূপ রেওয়ায়ত আমার নিকট পৌছিয়াছে।

মালিক (রাহঃ) বলেনঃ আমাদের নিকট মুত’আর ব্যাপারে কম-বেশী কোন নির্দিষ্ট পরিমাণ নাই।
بَاب مَا جَاءَ فِي مُتْعَةِ الطَّلَاقِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّهُ قَالَ لِكُلِّ مُطَلَّقَةٍ مُتْعَةٌ قَالَ مَالِك وَبَلَغَنِي عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ مِثْلُ ذَلِكَ قَالَ مَالِك لَيْسَ لِلْمُتْعَةِ عِنْدَنَا حَدٌّ مَعْرُوفٌ فِي قَلِيلِهَا وَلَا كَثِيرِهَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান