আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
كتاب الموطأ للإمام مالك
২০. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭১৯
৮. ইহরামের মীকাত বা স্থানসমূহ
রেওয়ায়ত ২৪. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ মদীনাবাসিগণ যুল-হুলায়ফা হইতে, সিরিয়াবাসিগণ জুহফা আর নজদবাসিগণ কারন হইতে ইহরাম বাঁধিবে।
আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমার নিকট আরও রেওয়ায়ত পৌছিয়াছে, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ ইয়ামানবাসিগণ ইয়ালামলাম হইতে ইহরাম বাধিবে।*
*হজ্জযাত্রীদের জন্য ইহরাম না বাধিয়া উল্লিখিত স্থানসমূহ অতিক্রম করা জায়েজ নহে।
আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমার নিকট আরও রেওয়ায়ত পৌছিয়াছে, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ ইয়ামানবাসিগণ ইয়ালামলাম হইতে ইহরাম বাধিবে।*
*হজ্জযাত্রীদের জন্য ইহরাম না বাধিয়া উল্লিখিত স্থানসমূহ অতিক্রম করা জায়েজ নহে।
بَاب مَوَاقِيتِ الْإِهْلَالِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ وَيُهِلُّ أَهْلُ الشَّامِ مِنْ الْجُحْفَةِ وَيُهِلُّ أَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَبَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭২০
৮. ইহরামের মীকাত বা স্থানসমূহ
রেওয়ায়ত ২৫. আব্দুল্লাহ ইবনে দিনার (রাহঃ) হইতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ মদীনাবাসীদের যুল-হুলায়ফা এবং সিরিয়াবাসীদের জুহফ নজদবাসিদের করণ হইতে ইহরাম বাঁধার নির্দেশ দিয়াছেন।
بَاب مَوَاقِيتِ الْإِهْلَالِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهْلَ الْمَدِينَةِ أَنْ يُهِلُّوا مِنْ ذِي الْحُلَيْفَةِ وَأَهْلَ الشَّامِ مِنْ الْجُحْفَةِ وَأَهْلَ نَجْدٍ مِنْ قَرْنٍ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৭২১
৮. ইহরামের মীকাত বা স্থানসমূহ
রেওয়ায়ত ২৬. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেনঃ উল্লেখিত তিনটি কথা আমি রাসূলুল্লাহ (ﷺ) হইতে শুনিয়াছি। আর আমাকে সংবাদ দেওয়া হইয়াছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ ইয়ামানবাসী ইয়ালামলাম হইতে ইহরাম বাঁধিবে।
بَاب مَوَاقِيتِ الْإِهْلَالِ
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَمَّا هَؤُلَاءِ الثَّلَاثُ فَسَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُخْبِرْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭২২
৮. ইহরামের মীকাত বা স্থানসমূহ
রেওয়ায়ত ২৭. নাফি’ (রাহঃ) হইতে বর্ণিত, আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) ফুরু’ নামক স্থান হইতে ইহরাম বাঁধিয়াছিলেন।
بَاب مَوَاقِيتِ الْإِهْلَالِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَهَلَّ مِنْ الْفُرُعِ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৭২৩
৮. ইহরামের মীকাত বা স্থানসমূহ
রেওয়ায়ত ২৮. মালিক (রাহঃ) জনৈক নির্ভরযোগ্য ব্যক্তির নিকট শুনিয়াছেন যে, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এলিয়া (বায়তুল মুকাদ্দাস) হইতে ইহরাম বাঁধিয়াছিলেন।*
* মীকাতে পূর্বে ইহরাম বাধা ইমাম আবু হানীফা (রাহঃ) ও ইমাম শাফিঈ (রাহঃ) এর নিকট উত্তম।
* মীকাতে পূর্বে ইহরাম বাধা ইমাম আবু হানীফা (রাহঃ) ও ইমাম শাফিঈ (রাহঃ) এর নিকট উত্তম।
بَاب مَوَاقِيتِ الْإِهْلَالِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ الثِّقَةِ عِنْدَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَهَلَّ مِنْ إِيلِيَاءَ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৭২৪
৮. ইহরামের মীকাত বা স্থানসমূহ
রেওয়ায়ত ২৯. মালিক (রাহঃ) বলেন, তাহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ (ﷺ) জিইরানা নামক স্থান হইতে উমরার ইহরাম বাঁধিয়াছিলেন।
بَاب مَوَاقِيتِ الْإِهْلَالِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهَلَّ مِنْ الْجِعِرَّانَةِ بِعُمْرَةٍ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: