কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১৫. দান-সাদ্কা সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৪০৮
আন্তর্জাতিক নং: ২৪০৮
যে পরিশোধের নিয়্যাতে ঋণ গ্রহণ করে
২৪০৮। আবু বকর ইবন আবু শায়বা (রহ.)...... উম্মুল মু'মিনীন হযরত মায়মুনা (রাযি.) থেকে বর্ণিত। তিনি বলেন যে, তিনি ধার নিতেন। তখন তাঁকে তার পরিবারের কোন এক লোক বললোঃ এরূপ করোনা এবং সে এটাকে অপছন্দ করলো। তিনি বললেনঃ হ্যাঁ আমি আমার নবী ও বন্ধু (ﷺ) কে বলতে শুনেছি যে, কোন মুসলমান ধার করলে, আল্লাহ জানেন যে সে তা পরিশোধ করার নিয়্যাতে নিচ্ছে তাহলে দুনিয়াতে আল্লাহ তার সে ধন পরিশোধন করে দেন।
بَاب مَنْ ادَّانَ دَيْنًا وَهُوَ يَنْوِي قَضَاءَهُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ زِيَادِ بْنِ عَمْرِو بْنِ هِنْدٍ، عَنِ ابْنِ حُذَيْفَةَ، - هُوَ عِمْرَانُ - عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ، مَيْمُونَةَ قَالَ كَانَتْ تَدَّانُ دَيْنًا فَقَالَ لَهَا بَعْضُ أَهْلِهَا لاَ تَفْعَلِي وَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهَا قَالَتْ بَلَى إِنِّي سَمِعْتُ نَبِيِّي وَخَلِيلِي صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ مُسْلِمٍ يَدَّانُ دَيْنًا يَعْلَمُ اللَّهُ مِنْهُ أَنَّهُ يُرِيدُ أَدَاءَهُ إِلاَّ أَدَّاهُ اللَّهُ عَنْهُ فِي الدُّنْيَا " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৪০৯
আন্তর্জাতিক নং: ২৪০৯
যে পরিশোধের নিয়্যাতে ঋণ গ্রহণ করে
২৪০৯। ইবরাহীম ইবন মুনযির (রাহঃ) ….. আব্দুল্লাহ ইবন জা'ফর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা'আলা ঋণগ্রস্থ ব্যক্তির সাথে থাকেন, যতক্ষণ না সে তার ঋণ পরিশোধ করে। এইশর্তে যে, এই ঋণ আল্লাহর অপছন্দনীয় বস্তুর ব্যাপারে না নেয়।
রাবী বলেন, আব্দুল্লাহ ইবন জাফর তার কোষাধ্যক্ষকে বলতেনঃ যাও আমার জন্য ধার নিয়ে এস। কেননা তখন থেকে আমি একটা রাতও আল্লাহ আমার সঙ্গে থাকা ছাড়া কাটাতে পছন্দ করি, যখন থেকে আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে এ হাদীছ শুনেছি।
রাবী বলেন, আব্দুল্লাহ ইবন জাফর তার কোষাধ্যক্ষকে বলতেনঃ যাও আমার জন্য ধার নিয়ে এস। কেননা তখন থেকে আমি একটা রাতও আল্লাহ আমার সঙ্গে থাকা ছাড়া কাটাতে পছন্দ করি, যখন থেকে আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে এ হাদীছ শুনেছি।
بَاب مَنْ ادَّانَ دَيْنًا وَهُوَ يَنْوِي قَضَاءَهُ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُفْيَانَ، - مَوْلَى الأَسْلَمِيِّينَ - عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ مَعَ الدَّائِنِ حَتَّى يَقْضِيَ دَيْنَهُ مَا لَمْ يَكُنْ فِيمَا يَكْرَهُ اللَّهُ " . قَالَ فَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ يَقُولُ لِخَازِنِهِ اذْهَبْ فَخُذْ لِي بِدَيْنٍ فَإِنِّي أَكْرَهُ أَنْ أَبِيتَ لَيْلَةً إِلاَّ وَاللَّهُ مَعِي بَعْدَ الَّذِي سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .

তাহকীক:
তাহকীক চলমান