কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১১. শপথ এবং কাফফারা সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১৩২
আন্তর্জাতিক নং: ২১৩২
শপথ এবং কাফফারা সংক্রান্ত অধ্যায়
মানত আদায় না করে যে মারা যায়
২১৩২। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ)....ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। সা'দ ইবন 'উবাদা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) কে তার মায়ের একটি মানত সম্পর্কে জিজ্ঞাসা করেন- যা পূর্ণ করার আগেই তার মা মারা যান। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমিই তার পক্ষ থেকে মানত আদায় করে দাও।
أبواب الكفارات
بَاب مَنْ مَاتَ وَعَلَيْهِ نَذْرٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ، اسْتَفْتَى رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ تُوُفِّيَتْ وَلَمْ تَقْضِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اقْضِهِ عَنْهَا ‏"‏ ‏.‏
হাদীস নং: ২১৩৩
আন্তর্জাতিক নং: ২১৩৩
শপথ এবং কাফফারা সংক্রান্ত অধ্যায়
মানত আদায় না করে যে মারা যায়
২১৩৩। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বললোঃ আমার মায়ের উপর সাওমের মানত ছিল। কিন্তু তা আদায় করার আগেই তিনি মারা গিয়েছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তার পক্ষ থেকে ওলী যেন সাওম আদায় করে নেয়।
أبواب الكفارات
بَاب مَنْ مَاتَ وَعَلَيْهِ نَذْرٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، ‏.‏ أَنَّ امْرَأَةً، أَتَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَعَلَيْهَا نَذْرُ صِيَامٍ فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لِيَصُمْ عَنْهَا الْوَلِيُّ ‏"‏ ‏.‏