কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৩৩. স্বপ্নের ব্যাখ্যা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৯১৫
আন্তর্জাতিক নং: ৩৯১৫
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
কিভাবে স্বপ্নের ব্যাখ্যা করা হবে?
৩৯১৫। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইব্ন নুমায়র (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তাদের নামসমূহ দ্বারা তা'বীর কর, তাদের উপনাম দ্বারা তা'বীর কর এবং প্রথম তাবীরকারীর তা'বীরই সাধারণতঃ বাস্তবায়িত হয়।
كتاب تعبير الرؤيا
بَاب عَلَامَ تُعَبَّرُ بِهِ الرُّؤْيَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " اعْتَبِرُوهَا بِأَسْمَائِهَا وَكَنُّوهَا بِكُنَاهَا وَالرُّؤْيَا لأَوَّلِ عَابِرٍ " .
তাহকীক: