কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৩৩. স্বপ্নের ব্যাখ্যা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৯০৮
আন্তর্জাতিক নং: ৩৯০৮
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখলে
৩৯০৮। মুহাম্মাদ ইবন রুমূহ আল-মিসরী (রাহঃ)..... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন তোমাদের কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখে তখন সে যেন তার বাম দিকে তিনবার থুথু ফেলে, তিনবার আল্লাহর কাছে শয়তান থেকে পানাহর চায় ("আউযূ বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম" পড়ে) এবং সে যে পাশে কাৎ হয়ে শুয়ে ছিল তা যেন পরিবর্তন করে নেয়।
كتاب تعبير الرؤيا
بَاب مَنْ رَأَى رُؤْيَا يَكْرَهُهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ " إِذَا رَأَى أَحَدُكُمُ الرُّؤْيَا يَكْرَهُهَا فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ ثَلاَثًا وَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ ثَلاَثًا وَلْيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كَانَ عَلَيْهِ " .
হাদীস নং: ৩৯০৯
আন্তর্জাতিক নং: ৩৯০৯
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখলে
৩৯০৯। মুহাম্মাদ ইবন রুমূহ (রাহঃ)..... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। তোমাদের কেউ কোন অপছন্দনীয় কিছু দেখতে পেলে, সে যেন তার বাম দিকে তিনবার থুথু ফেলে, আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে তিনবার পানাহ চায় এবং যে পাশে শোয়া ছিল তা যেন পরিবর্তন করে।
كتاب تعبير الرؤيا
بَاب مَنْ رَأَى رُؤْيَا يَكْرَهُهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " الرُّؤْيَا مِنَ اللَّهِ وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ ثَلاَثًا وَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ثَلاَثًا وَلْيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كَانَ عَلَيْهِ " .
হাদীস নং: ৩৯১০
আন্তর্জাতিক নং: ৩৯১০
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখলে
৩৯১০। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ কোন অপছন্দনীয় স্বপ্ন দেখে তখন সে যে কাঁতে শোয়া ছিল তা যেন পরিবর্তন করে, তার বাম দিকে তিনবার থুথু ফেলে, আল্লাহর কাছে তার কল্যাণ কামনা করে এবং তার অনিষ্ট থেকে পানাহ চায়।
كتاب تعبير الرؤيا
بَاب مَنْ رَأَى رُؤْيَا يَكْرَهُهَا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْعُمَرِيِّ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يَكْرَهُهَا فَلْيَتَحَوَّلْ وَلْيَتْفِلْ عَنْ يَسَارِهِ ثَلاَثًا وَلْيَسْأَلِ اللَّهَ مِنْ خَيْرِهَا وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا " .
তাহকীক: