কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৩২. দুআর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
হাদীস নং: ৩৮৩০
আন্তর্জাতিক নং: ৩৮৩০
দুআর অধ্যায়
রাসূলুল্লাহ -এর দু'আ
৩৮৩০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).....ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী(ﷺ) তাঁর দু'আয় বলতেন : رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ আমার রব! আমকে সাহায্য করুন এবং আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না। وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ আর আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না। وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ আমার পক্ষে কৌশল প্রয়োগ করুন এবং আমার বিপক্ষে যেন আপনার কৌশল প্রয়োগ না হয়। وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي আমাকে হিদায়াত দান করুন এবং হিদায়াতকে আমার জন্য সহজ করে দিন। এই তাঁর وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ এবং যে আমার বিরুদ্ধে লেগেছে, তার বিপক্ষে আমাকে সাহায্য করুন رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مُطِيعًا إِلَيْكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا – হে আমার রব! আমাকে সদা আপনার প্রতি কৃতজ্ঞ, সদা আপনাকে স্মরণকারী, সদা আপনাকেই ভয়কারী, আপনারই অনুগত, আপনাতেই পরিতৃপ্ত, আপনাতেই একাগ্র ও আহাজারিকারী رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي হে আমার রব! আমার তাওবা কবুল করুন এবং আমার পাপ মুছে দিন। وَأَجِبْ دَعْوَتِي এবং আমার ডাকে সাড়া দিন। وَاهْدِ قَلْبِي وَسَدِّدْ لِسَانِي وَثَبِّتْ حُجَّتِي এবং আমার অন্তরকে সঠিক পথ প্রদর্শন করুন এবং জিহ্বা বিচ্যুতি মুক্ত করুন এবং আমার যুক্তিকে অবিচল করুন وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي এবং আমারহৃদয়ের বিদ্বেষ দূর করে দিন।
রাবী আবুল হাসান তানফিসী (রাহঃ) বলেন : আমি ওয়াকীকে জিজ্ঞাসা করলাম, এটা কি আমি বিতরের কুনূতে পড়ব? তিনি বললেন, হ্যাঁ।
রাবী আবুল হাসান তানফিসী (রাহঃ) বলেন : আমি ওয়াকীকে জিজ্ঞাসা করলাম, এটা কি আমি বিতরের কুনূতে পড়ব? তিনি বললেন, হ্যাঁ।
كتاب الدعاء
بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، سَنَةَ إِحْدَى وَثَلاَثِينَ وَمِائَتَيْنِ حَدَّثَنَا وَكِيعٌ، فِي سَنَةِ خَمْسٍ وَتِسْعِينَ وَمِائَةٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ فِي مَجْلِسِ الأَعْمَشِ مُنْذُ خَمْسِينَ سَنَةً حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ الْجَمَلِيُّ فِي زَمَنِ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ الْمُكْتِبِ عَنْ طَلِيقِ بْنِ قَيْسٍ الْحَنَفِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ فِي دُعَائِهِ " رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مُطِيعًا إِلَيْكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَاهْدِ قَلْبِي وَسَدِّدْ لِسَانِي وَثَبِّتْ حُجَّتِي وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي " . قَالَ أَبُو الْحَسَنِ الطَّنَافِسِيُّ قُلْتُ لِوَكِيعٍ أَقُولُهُ فِي قُنُوتِ الْوِتْرِ قَالَ نَعَمْ .
তাহকীক:
হাদীস নং: ৩৮৩১
আন্তর্জাতিক নং: ৩৮৩১
দুআর অধ্যায়
রাসূলুল্লাহ -এর দু'আ
৩৮৩১। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)..আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা ফাতিমা (রাযিঃ) নবী(ﷺ)-এর নিকট একজন খাদিম চাওয়ার জন্য আসলেন তিনি বললেন : আমার কাছে এমন কিছু নেই, যা আমি তোমাকে দিতে পারি। এ কথায় তিনি ফিরে গেলেন পরে তিনি (রাসূল) তাঁর কাছে এসে বললেন: যা তুমি চেয়েছ, সেটাই কি তোমার কাছে অধিক প্রিয়, না যা তার চেয়ে উন্নত সেটা (অধিক প্রিয়) ? আলী (রাযিঃ) তখন তাকে বললেন : ফাতিমা! তুমি বলো, বরং সেটাই আমার কাছে অধিক প্রিয়, যা তার চেয়ে উত্তম। তখন ফাতিমা (রাযিঃ) তাই বললেন। তখন রাসূলুল্লাহ(ﷺ) বললেন : বলো,اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ আল্লাহ! সাত আসমান ও মহান আরশের রব! رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ الْعَظِيمِ হে আমাদের রব! এবং রব প্রতিটি জিনিসের এবং তাওরাত, ইঞ্জীল ও মহান কুরআনের অবতারণকারী أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ আপনিই প্রথম, সুতরাং আপনার পূর্বে কোন কিছু নেই,এবং আপনিই শেষ সুতরাং আপনার পরে কিছুই নেই। وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ এবং আপনিই প্রকাশ্য সুতরাং আপনি ব্যতীত আর কিছুই নেই। وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ এবং আপনিই অপ্রকাশ্য সুতরাং আপনি ছাড়া আর কিছু নেই اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ আপনি আমাদের ঋণ পরিশোধ করে দিন এবং আমাদেরকে দারিদ্র্য থেকে মুক্ত করুন।
كتاب الدعاء
بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ، حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَتَتْ فَاطِمَةُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ تَسْأَلُهُ خَادِمًا فَقَالَ لَهَا " مَا عِنْدِي مَا أُعْطِيكِ " . فَرَجَعَتْ فَأَتَاهَا بَعْدَ ذَلِكَ فَقَالَ " الَّذِي سَأَلْتِ أَحَبُّ إِلَيْكِ أَوْ مَا هُوَ خَيْرٌ مِنْهُ " . فَقَالَ لَهَا عَلِيٌّ قُولِي لاَ بَلْ مَا هُوَ خَيْرٌ مِنْهُ فَقَالَتْ فَقَالَ " قُولِي اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ الْعَظِيمِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ " .
তাহকীক:
হাদীস নং: ৩৮৩২
আন্তর্জাতিক নং: ৩৮৩২
দুআর অধ্যায়
রাসূলুল্লাহ -এর দু'আ
৩৮৩২। ইয়াকূব ইন ইবরাহীম দাওরাকী ও মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)........ আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) থেকে বর্ণিত, তিনি বলতেন:اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى হে আল্লাহ! আমি আপনার কাছে হিদায়াত, তাওয়া, পবিত্রতা ও মুখাপেক্ষী প্রার্থনা করছি।
كتاب الدعاء
بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ كَانَ يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى " .
তাহকীক:
হাদীস নং: ৩৮৩৩
আন্তর্জাতিক নং: ৩৮৩৩
দুআর অধ্যায়
রাসূলুল্লাহ -এর দু'আ
৩৮৩৩। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) এরূপ দু'আ করতেন: اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي হে আল্লাহ! যে ইলম আমাকে দান করেছেন, তার দ্বারা আমাকে উপকৃত করুন। وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي এবং আমাকে সেই 'ইলম দান করুন, যা আমার উপকার করবে।وَزِدْنِي عِلْمًا এবং আমার জ্ঞান বৃদ্ধি করুন। وَالْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ এবং সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আপনারule وَأَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ এবং আমি জাহান্নামের আযাব থেকে আল্লাহর আশয় প্রার্থনা করছি।
كتاب الدعاء
بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا وَالْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ " .
তাহকীক:
হাদীস নং: ৩৮৩৪
আন্তর্জাতিক নং: ৩৮৩৪
দুআর অধ্যায়
রাসূলুল্লাহ -এর দু'আ
৩৮৩৪। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)....... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ(ﷺ) এ দু'আ বেশী বেশী করতেন :اللَّهُمَّ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ (হে আল্লাহ! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। জনৈক সাহাবী আরয করলেন : ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আমাদের ব্যাপারে আশংকা করেন, অথচ আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার আনিত বিষয়কে আমরা সত্য বল স্বীকার করেছি। তখন তিনি বললেন : দেখ অন্তরসমূহ মহাশক্তিশালী রহমানের দুই আংগুলের মাঝে (অর্থাৎ তার পূর্ণ নিয়ন্ত্রণে), তিনি সেগুলোকে উলটপালট করেন। অতঃপর বর্ণনাকারী আমাশ (রাহঃ) তাঁর আংগুলের সাহায্যে ইশারা করে দেখালেন।
كتاب الدعاء
بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُكْثِرُ أَنْ يَقُولَ " اللَّهُمَّ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ " . فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ تَخَافُ عَلَيْنَا وَقَدْ آمَنَّا بِكَ وَصَدَّقْنَاكَ بِمَا جِئْتَ بِهِ فَقَالَ " إِنَّ الْقُلُوبَ بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ يُقَلِّبُهَا " . وَأَشَارَ الأَعْمَشُ بِإِصْبَعَيْهِ .
তাহকীক:
হাদীস নং: ৩৮৩৫
আন্তর্জাতিক নং: ৩৮৩৫
দুআর অধ্যায়
রাসূলুল্লাহ -এর দু'আ
৩৮৩৫। মুহাম্মাদ ইব্ন রুমহ্ (রাহঃ)........ আবু বাকর সিদ্দীক (রাযিঃ) থেকে বর্ণিত, একদা তিনি রাসূলুল্লাহ(ﷺ) কে বললেন : আমাকে এমন কোন দু'আ শিখিয়ে দিন, যার দ্বারা আমি আমার সালাতে দু'আ করবো, তিনি বললেন: তুমি বল :اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ হে আল্লাহ! আমার নফসের উপর নি:সন্দেহে আমি অবিচার করেছি। আর আপনি ছাড়া কেউ পাপ সমূহ ক্ষমা করতে পারে না, সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাগফিরাত ও ক্ষমা দান করুন।আপনি আমার প্রতি রহম করুন, আপনি অধিক ক্ষমাশীল, অতি দয়ালু।
كتاب الدعاء
بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، . أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي . قَالَ " قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ " .
হাদীস নং: ৩৮৩৬
আন্তর্জাতিক নং: ৩৮৩৬
দুআর অধ্যায়
রাসূলুল্লাহ -এর দু'আ
৩৮৩৬। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... আবু উমামা আল-বাহেলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) লাঠিতে ভর দিয়ে আমাদের নিকট বেরিয়ে আসলেন। আমরা তাঁকে দেখে দাঁড়িয়ে গেলাম তখন তিনি বললেন পারস্যবাসীরা তাদের নেতাদের সাথে যেরূপ করে, তোমরা আমার সংগে সেরূপ করো না। আমরা বললাম: ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি আমাদের জন্য আল্লাহর নিকট একটু দু'আ করতেন! তিনি বললেন :اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَارْضَ عَنَّا وَتَقَبَّلْ مِنَّا وَأَدْخِلْنَا الْجَنَّةَ وَنَجِّنَا مِنَ النَّارِ وَأَصْلِحْ لَنَا شَأْنَنَا كُلَّهُ হে আল্লাহ! আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি রহম করুন এবং আমাদের প্রতি সন্তুষ্ট থাকুন।আমাদের কবূল করুন। এবং আমাদেরকে জান্নাতে দাখিল করুন এবং জাহান্নাম থেকে নাজাত দিন এবং আমাদের যাবতীয় বিষয় সংশোধন করে দিন"।
রাবী (আবু উমামা) বলেন : আমরা তো আরো অধিক আশা করছিলাম, তখন তিনি বললেন : আমি কি তোমদের সকল প্রয়োজন একত্র করে ছিলাম না ?
রাবী (আবু উমামা) বলেন : আমরা তো আরো অধিক আশা করছিলাম, তখন তিনি বললেন : আমি কি তোমদের সকল প্রয়োজন একত্র করে ছিলাম না ?
كتاب الدعاء
بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ أَبِي مَرْزُوقٍ، عَنْ أَبِي الْعَدَبَّسِ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ مُتَّكِئٌ عَلَى عَصًا فَلَمَّا رَأَيْنَاهُ قُمْنَا فَقَالَ " لاَ تَفْعَلُوا كَمَا يَفْعَلُ أَهْلُ فَارِسَ بِعُظَمَائِهَا " . قُلْنَا يَا رَسُولَ اللَّهِ لَوْ دَعَوْتَ اللَّهَ لَنَا . قَالَ " اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَارْضَ عَنَّا وَتَقَبَّلْ مِنَّا وَأَدْخِلْنَا الْجَنَّةَ وَنَجِّنَا مِنَ النَّارِ وَأَصْلِحْ لَنَا شَأْنَنَا كُلَّهُ " . قَالَ فَكَأَنَّمَا أَحْبَبْنَا أَنْ يَزِيدَنَا فَقَالَ " أَوَلَيْسَ قَدْ جَمَعْتُ لَكُمُ الأَمْرَ " .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৮৩৭
আন্তর্জাতিক নং: ৩৮৩৭
দুআর অধ্যায়
রাসূলুল্লাহ -এর দু'আ
৩৮৩৭। ঈসা ইবন হাম্মাদ আল-মিসূরী (রাহঃ).......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) এরূপ বলতেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الأَرْبَعِ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دُعَاءٍ لاَ يُسْمَعُ হে আল্লাহ! আমি আপনার কাছে চারটি জিনিস থেকে পানাহ চাই : এমন ইলম যা উপকার করে না, এমন অন্তর যা ভীত নম্র হয় না, ত এমন নফস যা তৃপ্ত হয় না, এবং এমন দু'আ যা কবুল করা হয় না।
كتاب الدعاء
بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَخِيهِ، عَبَّادِ بْنِ أَبِي سَعِيدٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الأَرْبَعِ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دُعَاءٍ لاَ يُسْمَعُ " .
তাহকীক: