কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৩১. আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৮২১
আন্তর্জাতিক নং: ৩৮২১
আমলের ফযীলাত
৩৮২১। আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)...... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলছেন, আল্লাহ তা'আলা বলেন: যে ব্যক্তি একটি নেকী নিয়ে আসবে, তাঁর জন্য রয়েছে উক্ত নেকীর দশগুণ বিনিময়, এবং আমি অবশ্য বাড়াতেও পারি, আর যে ব্যক্তি কোন পাপ কাজ নিয়ে আসবে, তাহলে পাপের শাস্তি হবে পাপ অনুরূপ, অথবা আমি তা ক্ষমা করে দেব। যে ব্যক্তি আমার দিকে এক বিঘত নিকটবর্তী হয়, আমি তার দিকে একহাত নিকটবর্তী হই। আর যে ব্যক্তি এক হাত আমার নিকটবর্তী হয়, আমি প্রসারিত হস্তদ্বয় পরিমাণ তার নিকটবর্তী হই। যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। যে ব্যক্তি পৃথিবী পূর্ণ পাপ নিয়ে আমার সংগে মিলিত হবে, কিন্তু সে কোন কিছুকে আমার সংগে শরীক করবে না, আমি সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মিলিত হব।
بَاب فَضْلِ الْعَمَلِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَأَزِيدُ وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَجَزَاءُ سَيِّئَةٍ مِثْلُهَا أَوْ أَغْفِرُ وَمَنْ تَقَرَّبَ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَمَنْ تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وَمَنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً وَمَنْ لَقِيَنِي بِقِرَابِ الأَرْضِ خَطِيئَةً ثُمَّ لاَ يُشْرِكُ بِي شَيْئًا لَقِيتُهُ بِمِثْلِهَا مَغْفِرَةً ‏"‏ ‏.‏
হাদীস নং:৩৮২২
আন্তর্জাতিক নং: ৩৮২২
আমলের ফযীলাত
৩৮২২। আবু বাকর ইব্‌ন আবু শায়বা ও আলী ইব্‌ন মুহাম্মাদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা বলেন: আমি আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মুতাবেক আচরণ করি। আর যখন সে আমার যিকির করে, তখন আমি তার সংগেই থাকি যদি সে মনে মনে আমার যিকির করে, তাহলে আমিও মনে মনে তাকে স্মরণ করি, যদি সে কোন মজলিসে আমার যিকির করে, তাহলে আমি তাদের চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি। যদি সে এক বিঘত আমার দিকে এগিয়ে আসে, আমি এক হাত তার দিকে এগিয়ে যাই। যদি সে হেঁটে আমার দিকে আসে, আমি দৌড়ে তার দিকে যাই।
بَاب فَضْلِ الْعَمَلِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَقُولُ اللَّهُ سُبْحَانَهُ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ حِينَ يَذْكُرُنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلإٍ ذَكَرْتُهُ فِي مَلإٍ خَيْرٍ مِنْهُمْ وَإِنِ اقْتَرَبَ إِلَىَّ شِبْرًا اقْتَرَبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً ‏"‏ ‏.‏
হাদীস নং:৩৮২৩
আন্তর্জাতিক নং: ৩৮২৩
আমলের ফযীলাত
৩৮২৩। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) বলেছেনঃ ইব্‌ন আদমের প্রতি আমলের নেকী তার দশগুণ থেকে সাতশগুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তা'আলা বলেন, তবে সিয়াম ব্যতীত, কেননা তা শুধু আমার ই জন্য এবং আমিই তার বিনিময় দেব।
بَاب فَضْلِ الْعَمَلِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ لَهُ الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ ‏.‏ قَالَ اللَّهُ سُبْحَانَهُ إِلاَّ الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ ‏"‏ ‏.‏