কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং : ৩৭৪৮
আন্তর্জাতিক নং: ৩৭৪৮
হাম্মামখানায় প্রবেশ করা
৩৭৪৮। আবু বাকর (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অনারব ভূমি তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে; সেখানে তোমরা 'হাম্মাম' নামের কিছু ঘর পাবে। পুরুষরা যেন ইযার পরিতীত সেখানে প্রবেশ না করে, আর নারীদেরকে সেখানে প্রবেশ করা থেকে নিষেধ করবে। তবে, অসুস্থ কিংবা ‘প্রসূতি' হলে ভিন্ন কথা।
بَاب دُخُولِ الْحَمَّامِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِي، يَعْلَى وَجَعْفَرُ بْنُ عَوْنٍ جَمِيعًا عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمٍ الإِفْرِيقِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " تُفْتَحُ لَكُمْ أَرْضُ الأَعَاجِمِ وَسَتَجِدُونَ فِيهَا بُيُوتًا يُقَالُ لَهَا الْحَمَّامَاتُ فَلاَ يَدْخُلْهَا الرِّجَالُ إِلاَّ بِإِزَارٍ وَامْنَعُوا النِّسَاءَ أَنْ يَدْخُلْنَهَا إِلاَّ مَرِيضَةً أَوْ نُفَسَاءَ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৩৭৪৯
আন্তর্জাতিক নং: ৩৭৪৯
হাম্মামখানায় প্রবেশ করা
৩৭৪৯। আলী ইব্ন মুহাম্মাদ ও আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ...... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) পুরুষ ও মহিলাদেরকে হাম্মামখানায় প্রবেশ করতে নিষেধ করেছেন। পরে পুরুষদেরকে ইযার পরিধান করে প্রবেশের অনুমতি দিয়েছেন, কিন্তু মহিলাদের ক্ষেত্রে অনুমতি দেননি।
بَاب دُخُولِ الْحَمَّامِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ، عَنْ أَبِي عُذْرَةَ، - قَالَ وَكَانَ قَدْ أَدْرَكَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ - عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى الرِّجَالَ وَالنِّسَاءَ مِنَ الْحَمَّامَاتِ ثُمَّ رَخَّصَ لِلرِّجَالِ أَنْ يَدْخُلُوهَا فِي الْمَيَازِرِ وَلَمْ يُرَخِّصْ لِلنِّسَاءِ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৩৭৫০
আন্তর্জাতিক নং: ৩৭৫০
হাম্মামখানায় প্রবেশ করা
৩৭৫০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... আবু মালীহ হুযালী (রাহঃ) থেকে বর্ণিত যে, 'হিমস্' অঞ্চলের কিছু মহিলা আয়েশা (রাযিঃ)-এর সাক্ষাত প্রার্থনা করলো। তখন তিনি বলেনঃ সম্ভবত তোমরা সেই দলের, যারা হাম্মাম খানায় প্রবেশ করে। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে মহিলা স্বামী গৃহ ছাড়া অন্যত্র তার বস্ত্র খুলে রাখলো, সে তো তার ও আল্লাহর মাঝের পর্দা ছিড়ে ফেললো।
بَاب دُخُولِ الْحَمَّامِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِي الْمَلِيحِ الْهُذَلِيِّ، أَنَّ نِسْوَةً، مِنْ أَهْلِ حِمْصَ اسْتَأْذَنَّ عَلَى عَائِشَةَ فَقَالَتْ لَعَلَّكُنَّ مِنَ اللَّوَاتِي يَدْخُلْنَ الْحَمَّامَاتِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " أَيُّمَا امْرَأَةٍ وَضَعَتْ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ زَوْجِهَا فَقَدْ هَتَكَتْ سِتْرَ مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ " .

তাহকীক:
তাহকীক চলমান