কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং : ৩৬২৮
আন্তর্জাতিক নং: ৩৬২৮
খেযাব বর্জন করা
৩৬২৮। মুহাম্মাদ ইব্ন মুসান্না (রাহঃ)........ আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর এ অংশটা অর্থাৎ তাঁর থুতনির নীচে এবং উপরের কিছু চুল সাদা দেখেছি।
بَاب مَنْ تَرَكَ الْخِضَابَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ هَذِهِ مِنْهُ بَيْضَاءُ . يَعْنِي عَنْفَقَتَهُ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং : ৩৬২৯
আন্তর্জাতিক নং: ৩৬২৯
খেযাব বর্জন করা
৩৬২৯। মুহাম্মাদ ইব্ন মুসান্না (রাহঃ)...... হুযায়দ (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আনাস ইবন মালিক (রাযিঃ) কে জিজ্ঞাসা করা হলোঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কি খেযাব গ্রহণ করেছেন? তিনি বললেনঃ তিনি তো তাঁর দাঁড়ীর সম্মুখভাগে সতের কিম্বা বিশটিতে শুধু দেখেছেন।
بَاب مَنْ تَرَكَ الْخِضَابَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، وَابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ أَخَضَبَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ إِنَّهُ لَمْ يَرَ مِنَ الشَّيْبِ إِلاَّ نَحْوَ سَبْعَةَ عَشَرَ أَوْ عِشْرِينَ شَعَرَةً فِي مُقَدَّمِ لِحْيَتِهِ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৩৬৩০
আন্তর্জাতিক নং: ৩৬৩০
খেযাব বর্জন করা
৩৬৩০। মুহাম্মাদ ইব্ন উমার ইব্ন ওয়ালীদ কিন্দী (রাহঃ) ...... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর বার্ধক্য বলতে ছিল বিশটার মত মুবারক চুল।
بَاب مَنْ تَرَكَ الْخِضَابَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ الْوَلِيدِ الْكِنْدِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ شَرِيكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ شَيْبُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَ عِشْرِينَ شَعَرَةً .

তাহকীক:
তাহকীক চলমান