কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৫৯৯
আন্তর্জাতিক নং: ৩৫৯৯
পুরুষের লাল রংয়ের কাপড় ব্যবহার
৩৫৯৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... বারা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, লাল পোশাকে ও পরিপাটি চুলে রাসূলুল্লাহ (ﷺ) এর চাইতে অধিক সুন্দর আর কাউকে আমি দেখেনি।
بَاب لُبْسِ الْأَحْمَرِ لِلرِّجَالِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ الْقَاضِي، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ مَا رَأَيْتُ أَجْمَلَ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مُتَرَجِّلاً فِي حُلَّةٍ حَمْرَاءَ ‏.‏
হাদীস নং:৩৬০০
আন্তর্জাতিক নং: ৩৬০০
পুরুষের লাল রংয়ের কাপড় ব্যবহার
৩৬০০। আবু আমির আব্দুল্লাহ ইব্‌ন বাররাদ ইব্‌ন ইউসুফ ইব্‌ন আবু বারদাহ ইব্‌ন আবু মুসা আশ'আরী (রাহঃ)...... আবু মুসা আশ'আরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ (ﷺ) খুতবা দিচ্ছেন এমন সময় হাসান ও হোসায়ন (রাযিঃ) দু'টি লাল জামা গায়ে তাড়াহুড়া করে এসে দাঁড়ালেন, তখন নবী (ﷺ) নেমে এসে তাদের উভয়কে ধরে তাঁর কোলে বসালেন এবং বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূল সত্য বলেছেন; إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلاَدُكُمْ فِتْنَةٌ “তোমাদের সম্পদও সন্তান সন্ততি নিছক পরীক্ষা", এ দু'জনকে দেখে আমি ধৈর্য ধরতে পারলাম না। অতঃপর তিনি তাঁর খুৎবায় ফিরে গেলেন।
بَاب لُبْسِ الْأَحْمَرِ لِلرِّجَالِ
حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ بَرَّادِ بْنِ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ وَاقِدٍ، قَاضِي مَرْوَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَخْطُبُ فَأَقْبَلَ حَسَنٌ وَحُسَيْنٌ عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَعْثُرَانِ وَيَقُومَانِ فَنَزَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَأَخَذَهُمَا فَوَضَعَهُمَا فِي حِجْرِهِ فَقَالَ ‏"‏ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ‏(إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلاَدُكُمْ فِتْنَةٌ)‏ رَأَيْتُ هَذَيْنِ فَلَمْ أَصْبِرْ ‏"‏ ‏.‏ ثُمَّ أَخَذَ فِي خُطْبَتِهِ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান