কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৫২৬
আন্তর্জাতিক নং: ৩৫২৬
যে দু'আ দ্বারা জ্বরের ঝাড়ফুঁক করা হয়
৩৫২৬। মুহাম্মাদ ইবন বাশশার (রাযিঃ)..... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) সাহাবাদেরকে যাবতীয় জ্বর ও ব্যথার জন্য এ দু'আ পড়ার তালীম দিলেনঃ بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

“সকলের বড় আল্লাহর নামে, মহান আল্লাহর আশ্রয় নিচ্ছি, রক্তচাপে ফুলে উঠা রগের অনিষ্টতা থেকে এবং অগ্নিতাপের অনিষ্টতা থেকে”।

রাবী আবু আমির বলেনঃ সবার বিপরীত আমি 'يعار' শব্দটি বলে থাকি ।

আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাযিঃ)...... ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন, তাতে তিনি مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ বলেছেন।
بَاب مَا يُعَوَّذُ بِهِ مِنْ الْحُمَّى
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ الأَشْهَلِيُّ، عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُعَلِّمُهُمْ مِنَ الْحُمَّى وَمِنَ الأَوْجَاعِ كُلِّهَا أَنْ يَقُولُوا ‏"‏ بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَامِرٍ أَنَا أُخَالِفُ النَّاسَ فِي هَذَا أَقُولُ يَعَّارٍ ‏.‏
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَبِيبَةَ الأَشْهَلِيُّ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ وَقَالَ ‏"‏ مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ ‏"‏ ‏.‏
হাদীস নং:৩৫২৭
আন্তর্জাতিক নং: ৩৫২৭
যে দু'আ দ্বারা জ্বরের ঝাড়ফুঁক করা হয়
৩৫২৭। আমর ইব্‌ন উসমান ইবন সাঈদ ইব্‌ন কাসীর ইবন দীনার হিমসী (রাযিঃ)...... উবাদাহ ইব্‌ন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, জিবরাঈল (আ) নবী (ﷺ)-এর নিকট সে সময় হাযির হলেন, যখন তিনি জ্বরাক্রান্ত ছিলেন, তখন তিনি (জিবরাঈল) বললেনঃبِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيكَ مِنْ حَسَدِ حَاسِدٍ وَمِنْ كُلِّ عَيْنٍ اللَّهُ يَشْفِيكَ

“আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি সেই সব কিছু থেকে যা আপনাকে কষ্ট দেয়, হিংসুকের হিংসা থেকে এবং সকল বদ নযর থেকে, আল্লাহ আপনাকে শিফা দান করবেন”।
بَاب مَا يُعَوَّذُ بِهِ مِنْ الْحُمَّى
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ ثَوْبَانَ، عَنْ عُمَيْرٍ، أَنَّهُ سَمِعَ جُنَادَةَ بْنَ أَبِي أُمَيَّةَ، قَالَ سَمِعْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ، يَقُولُ أَتَى جِبْرَائِيلُ عَلَيْهِ السَّلاَمُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ يُوعَكُ فَقَالَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيكَ مِنْ حَسَدِ حَاسِدٍ وَمِنْ كُلِّ عَيْنٍ اللَّهُ يَشْفِيكَ ‏.‏