কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৪৮৯
আন্তর্জাতিক নং: ৩৪৮৯
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
লৌহ দ্বারা দগ্ধকরণ
৩৪৮৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... মুগীরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ যে তপ্ত লোহার দাগ গ্রহণ করে কিংবা ঝাঁড় ফুকগ্রহণ করে, সে তাওয়াক্কুল থেকে দূরে সরে পড়ে।
كتاب الطب
بَاب الْكَيِّ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَقَّارِ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنِ اكْتَوَى أَوِ اسْتَرْقَى فَقَدْ بَرِئَ مِنَ التَّوَكُّلِ " .
তাহকীক:
হাদীস নং: ৩৪৯০
আন্তর্জাতিক নং: ৩৪৯০
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
লৌহ দ্বারা দগ্ধকরণ
৩৪৯০। আমর ইবন রাফি' (রাহঃ)...... ইমরান ইব্ন হোসাইন(রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তপ্ত লোহার দাগ গ্রহণ করতে নিষেধ করেছেন। কিন্তু আমি তা গ্রহণ করেছিলাম; এতে আমার কোন উপকার তা হলো না এবং আমি সুস্থ হলাম না।
كتاب الطب
بَاب الْكَيِّ
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ، وَيُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْكَىِّ فَاكْتَوَيْتُ فَمَا أَفْلَحْتُ وَلاَ أَنْجَحْتُ .
তাহকীক:
হাদীস নং: ৩৪৯১
আন্তর্জাতিক নং: ৩৪৯১
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
লৌহ দ্বারা দগ্ধকরণ
৩৪৯১। আহমাদ ইব্ন মানী (রাহঃ)..... আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, শিফা তিন জিনিসে নিহিতঃ মধুপানে, রক্তমোক্ষনে এবং আগুনের দাগ গ্রহণে। তবে আমার উম্মাতকে আমি দাগ গ্রহণ থেকে বারণ করছি। ইব্ন আব্বাস (রাযিঃ) নবী (ﷺ) থেকে তা বর্ণনা করেছেন।
كتاب الطب
بَاب الْكَيِّ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ شُجَاعٍ، حَدَّثَنَا سَالِمٌ الأَفْطَسُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ " الشِّفَاءُ فِي ثَلاَثٍ شَرْبَةِ عَسَلٍ وَشَرْطَةِ مِحْجَمٍ وَكَيَّةٍ بِنَارٍ وَأَنْهَى أُمَّتِي عَنِ الْكَىِّ " . رَفَعَهُ .
তাহকীক: