কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং : ৩৪৮১
আন্তর্জাতিক নং: ৩৪৮১
রক্তমোক্ষন স্থান
৩৪৮১। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)..... আব্দুল্লাহ ইবন বুহায়না (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ‘লাহী জামান' অঞ্চলে ইহরাম অবস্থায় মাথায় মাঝখানে রক্ত মোক্ষন করিয়াছেন।
بَاب مَوْضِعِ الْحِجَامَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي عَلْقَمَةُ بْنُ أَبِي عَلْقَمَةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الأَعْرَجَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ ابْنَ بُحَيْنَةَ، يَقُولُ احْتَجَمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِلَحْىِ جَمَلٍ وَهُوَ مُحْرِمٌ وَسْطَ رَأْسِهِ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৩৪৮২
আন্তর্জাতিক নং: ৩৪৮২
রক্তমোক্ষন স্থান
৩৪৮২। সুয়াইদ ইব্ন সাঈদ (রাহঃ)..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন জিবরাঈল (আ) ঘাড়ের দুই রগ এবং কাঁধে রক্তমোক্ষন করানো (পরামর্শ নিয়ে) নবী (ﷺ)-এর খিদমতে নাযিল হলেন।
بَاب مَوْضِعِ الْحِجَامَةِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ سَعْدٍ الإِسْكَافِ، عَنِ الأَصْبَغِ بْنِ نُبَاتَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ نَزَلَ جِبْرِيلُ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِحِجَامَةِ الأَخْدَعَيْنِ وَالْكَاهِلِ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৩৪৮৩
আন্তর্জাতিক নং: ৩৪৮৩
রক্তমোক্ষন স্থান
৩৪৮৩। আলী ইব্ন আবু খাসীব (রাহঃ)..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, যে নবী (ﷺ) ঘাড়ের দুই রগে এবং কাঁধে রক্তমোক্ষন করিয়েছেন।
بَاب مَوْضِعِ الْحِجَامَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي الْخَصِيبِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ احْتَجَمَ فِي الأَخْدَعَيْنِ وَعَلَى الْكَاهِلِ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং : ৩৪৮৪
আন্তর্জাতিক নং: ৩৪৮৪
রক্তমোক্ষন স্থান
৩৪৮৪। মুহাম্মাদ ইবন মুসাফ্ফা হিমসী (রাহঃ)..... আবু কাবাশাহ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মাথার মাঝখানে এবং দুই কাঁধের মাজে রক্তমোক্ষন করাতেন এবং বলতেন যে, তার শরীরের এ অংশ থেকে রক্তমোক্ষন করাবে, তার কোন রোগের কোন চিকিৎসা না করার ক্ষতি হবে না।
بَاب مَوْضِعِ الْحِجَامَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي كَبْشَةَ الأَنْمَارِيِّ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَحْتَجِمُ عَلَى هَامَتِهِ وَبَيْنَ كَتِفَيْهِ وَيَقُولُ " مَنْ أَهْرَاقَ مِنْهُ هَذِهِ الدِّمَاءَ فَلاَ يَضُرُّهُ أَنْ لاَ يَتَدَاوَى بِشَىْءٍ لِشَىْءٍ " .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং : ৩৪৮৫
আন্তর্জাতিক নং: ৩৪৮৫
রক্তমোক্ষন স্থান
৩৪৮৫। মুহাম্মাদ ইব্ন তারীফ (রাহঃ)..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) তাঁর ঘোড়া থেকে একটি খেজুর কান্ডের উপর পড়ে গেলেন, ফলে তাঁর পা মচকে গেলো। রাবী ওয়াকী (রাহঃ) বলেন অর্থাৎ ব্যাথার কারণে মচকানো জায়গায় তিনি রক্তমোক্ষন করালেন।
بَاب مَوْضِعِ الْحِجَامَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ سَقَطَ مِنْ فَرَسِهِ عَلَى جِذْعٍ فَانْفَكَّتْ قَدَمُهُ . قَالَ وَكِيعٌ يَعْنِي أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ احْتَجَمَ عَلَيْهَا مِنْ وَثْءٍ .

তাহকীক:
তাহকীক চলমান