কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৪৬৭
আন্তর্জাতিক নং: ৩৪৬৭
ফুসফুস ঝিল্লির প্রদাহের চিকিৎসা
৩৪৬৭। আব্দুর রহমান ইবন আব্দুল ওয়াহহাব (রাহঃ)...... যায়িদ ইব্‌ন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফুসফুস ঝিল্লির প্রদাহে ব্যবস্থা পত্র দিয়েছেন এই, ওয়ারদ পাতা (এক ধরনের পাতা যা থেকে জাফরান তৈরী হয়) চন্দন কাঠও যায়তুল তেল মিশিয়ে প্রলেপ দেয়া।
بَاب دَوَاءِ ذَاتِ الْجَنْبِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ نَعَتَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ ذَاتِ الْجَنْبِ وَرْسًا وَقُسْطًا وَزَيْتًا يُلَدُّ بِهِ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৪৬৮
আন্তর্জাতিক নং: ৩৪৬৮
ফুসফুস ঝিল্লির প্রদাহের চিকিৎসা
৩৪৬৮। আবু তাহির আহমাদ ইবন আমর ইবন সারহ মিসরী (রাহঃ)..... উম্মে কয়েস বিনতে মিহসান (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা অবশ্যই হিন্দী চন্দন কাঠ ব্যবহার করবে। কেননা তাতে সাতটি রোগের শিক্ষা রয়েছে। তন্মধ্যে একটি হলো ফুসফুস ঝিল্লির প্রদাহ।
ইবন সাম'আন (রাহঃ) বর্ণনা বলেছেনঃ নিশ্চয় সাতটি রোগের শিফা আছে যার একটি হলো ফুসফুস ঝিল্লির প্রদাহ।
بَاب دَوَاءِ ذَاتِ الْجَنْبِ
حَدَّثَنَا أَبُو طَاهِرٍ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يُونُسُ، وَابْنُ، سَمْعَانَ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ عَلَيْكُمْ بِالْعُودِ الْهِنْدِيِّ - يَعْنِي بِهِ الْكُسْتَ - فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ مِنْهَا ذَاتُ الْجَنْبِ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ سَمْعَانَ فِي الْحَدِيثِ ‏"‏ فَإِنَّ فِيهِ شِفَاءً مِنْ سَبْعَةِ أَدْوَاءٍ مِنْهَا ذَاتُ الْجَنْبِ ‏"‏ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান