কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

২৩. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১০৩
আন্তর্জাতিক নং: ৩১০৩
হজ্ব - উমরার অধ্যায়
কুরবানীর পশুর পিঠে আরোহণ করা
৩১০৩। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) এক ব্যক্তিকে নিজের কুরবানীর পশু হাঁকিয়ে নিয়ে যেতে দেখে বললেনঃ এর পিঠে চড়ে যাও। সে বলল, এটা কুরবানীর পশু। তিনি বলেনঃ তুমি তার পিঠে চড়ে যাও, তোমার জন্য আফসোস।
كتاب المناسك
بَاب رُكُوبِ الْبُدْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ‏.‏ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً فَقَالَ ‏"‏ ارْكَبْهَا ‏"‏ ‏.‏ قَالَ إِنَّهَا بَدَنَةٌ ‏.‏ قَالَ ‏"‏ ارْكَبْهَا وَيْحَكَ ‏"‏ ‏.‏
হাদীস নং: ৩১০৪
আন্তর্জাতিক নং: ৩১০৪
হজ্ব - উমরার অধ্যায়
কুরবানীর পশুর পিঠে আরোহণ করা
৩১০৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) এর সামনে দিয়ে একটি উট নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তিনি বললেনঃ এর পিঠে চড়ে চাও। লোকটি বললোঃ এটা কুরবানীর উট । তিনি বললেনঃ তুমি এর পিঠে চড়। আমাস (রাযিঃ) বলেন, আমি তাকে নবী (ﷺ)-এর সাথে উঠের পিঠে চড়ে যেতে দেখেছি। এর গলায় একটি জুতা লটকানো ছিল।
كتاب المناسك
بَاب رُكُوبِ الْبُدْنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، - صَاحِبِ الدَّسْتَوَائِيِّ - عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ مُرَّ عَلَيْهِ بِبَدَنَةٍ فَقَالَ ‏"‏ ارْكَبْهَا ‏"‏ ‏.‏ قَالَ إِنَّهَا بَدَنَةٌ ‏.‏ قَالَ ‏"‏ ارْكَبْهَا ‏"‏ ‏.‏ قَالَ فَرَأَيْتُهُ رَاكِبَهَا مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي عُنُقِهَا نَعْلٌ ‏.‏