কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২৩. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩০৪৬
আন্তর্জাতিক নং: ৩০৪৬
যে ব্যক্তি মাথার চুল একত্রে জমিয়ে নেয়।
৩০৪৬। আবু বাকর ইবন আবু শাইবা (রাহঃ)...... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ)-এর বিবি হাফসা (রাযিঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! কি ব্যাপার লোকেরা ইরামমুক্ত হয়েছে এবং আপনি এখনও উমরার ইহরাম থেকে মুক্ত হননি? তিনি বলেনঃ আমি আমার মাথার চুল জমিয়ে নিয়েছি এবং সাথে কুরবানীর পশু এনেছি। অতএব কুরবানী না করা পর্যন্ত আমি ইহরামমুক্ত হতে পারি না।
بَاب مَنْ لَبَّدَ رَأْسَهُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ حَفْصَةَ، زَوْجَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا شَأْنُ النَّاسِ حَلُّوا وَلَمْ تَحِلَّ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ " إِنِّي لَبَّدْتُ رَأْسِي وَقَلَّدْتُ هَدْيِي فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩০৪৭
আন্তর্জাতিক নং: ৩০৪৭
যে ব্যক্তি মাথার চুল একত্রে জমিয়ে নেয়।
৩০৪৭। আহমাদ ইবন আমর ইবন সারহি ইবন সারহ মিসরী ...... সালিম সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত। (তিনি বলেনঃ) আমি শুনেছি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) নিজ মাথার চুল একত্রে বিজড়িত অবস্থায় লাব্বাইক্ ধ্বনি করেছেন।
بَاب مَنْ لَبَّدَ رَأْسَهُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُهِلُّ مُلَبِّدًا .

তাহকীক:
তাহকীক চলমান