কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২২. জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৮৫৪
আন্তর্জাতিক নং: ২৮৫৪
গনীমাতের মাল বন্টন প্রসঙ্গে
২৮৫৪। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) খায়বারের দিন গনীমতের মাল বন্টন করেন অশ্বারোহীর জন্য তিন অংশ। শুধু ঘোড়ার জন্য দুই অংশ এবং পদাতিক লোকের জন্য এক অংশ[১]।
[১] এটাই হল ইমাম আবু ইয়ূসুফ, মুহাম্মাদ ও ইমাম শাফিঈ এর অভিমত। ইবন 'আব্বাস (রাযিঃ) বর্ণিত এক হাদীছে পাওয়া যায় যে, নবী (ﷺ) অশ্বারোহীকে দুই অংশ এবং পদাতিক যোদ্ধাকে এক অংশ দিয়েছেন। এটাই হল ইমাম আবু হানীফা (রাহঃ)-এর অভিমত।
[১] এটাই হল ইমাম আবু ইয়ূসুফ, মুহাম্মাদ ও ইমাম শাফিঈ এর অভিমত। ইবন 'আব্বাস (রাযিঃ) বর্ণিত এক হাদীছে পাওয়া যায় যে, নবী (ﷺ) অশ্বারোহীকে দুই অংশ এবং পদাতিক যোদ্ধাকে এক অংশ দিয়েছেন। এটাই হল ইমাম আবু হানীফা (রাহঃ)-এর অভিমত।
بَاب قِسْمَةِ الْغَنَائِمِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَسْهَمَ يَوْمَ خَيْبَرَ لِلْفَارِسِ ثَلاَثَةَ أَسْهُمٍ لِلْفَرَسِ سَهْمَانِ وَلِلرَّجُلِ سَهْمٌ .

তাহকীক:
তাহকীক চলমান