কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

২২. জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৮১৬
আন্তর্জাতিক নং: ২৮১৬
জিহাদের বিধানাবলী অধ্যায়
নিশান ও ঝান্ডা প্রসঙ্গে
২৮১৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....হারিছ ইবন হাসসান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি মদীনায় এলাম। তখন দেখলাম রাসূলুল্লাহ্ (ﷺ) মিম্বর এর উপর দাঁড়িয়ে আছেন আর বিলাল তাঁর সামনে তরবারী গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন। আর একটি কালোপতাকাও ছিল। আমি বললামঃ এই লোক (পতাকাবাহী) কে? তারা বললেনঃ এ হল আমর্ ইবন' আস। তিনি একটি লড়াই থেকে ফিরে এসেছেন।
كتاب الجهاد
بَاب الرَّايَاتِ وَالْأَلْوِيَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنِ الْحَارِثِ بْنِ حَسَّانَ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَائِمًا عَلَى الْمِنْبَرِ وَبِلاَلٌ قَائِمٌ بَيْنَ يَدَيْهِ مُتَقَلِّدٌ سَيْفًا وَإِذَا رَايَةٌ سَوْدَاءُ فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا عَمْرُو بْنُ الْعَاصِ قَدِمَ مِنْ غَزَاةٍ ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮১৭
আন্তর্জাতিক নং: ২৮১৭
জিহাদের বিধানাবলী অধ্যায়
নিশান ও ঝান্ডা প্রসঙ্গে
২৮১৭। হাসান ইবন 'আলী খাল্লাল ও 'আব্দা ইবন আব্দুল্লাহ্ (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন এবং তাঁর পতাকা ছিল সাদা।
كتاب الجهاد
بَاب الرَّايَاتِ وَالْأَلْوِيَةِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، وَعَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَلِوَاؤُهُ أَبْيَضُ ‏.‏
হাদীস নং: ২৮১৮
আন্তর্জাতিক নং: ২৮১৮
জিহাদের বিধানাবলী অধ্যায়
নিশান ও ঝান্ডা প্রসঙ্গে
২৮১৮। 'আব্দুল্লাহ্ ইবন ইসহাক ওয়াসিতী নাকিদ (রাহঃ)...ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বড় পতাকা ছিল কালো এবং ছোট পতাকা ছিল সাদা।
كتاب الجهاد
بَاب الرَّايَاتِ وَالْأَلْوِيَةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْوَاسِطِيُّ النَّاقِدُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ حَيَّانَ، سَمِعْتُ أَبَا مِجْلَزٍ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَايَةَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَتْ سَوْدَاءَ وَلِوَاؤُهُ أَبْيَضُ ‏.‏