কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

২০. নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬২৭
আন্তর্জাতিক নং: ২৬২৭
শিব্‌হে আমাদের[১] জন্য কঠোর দিয়াত
২৬২৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ….. আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ভুল বশতঃ কতল হলে শিবহে আমাদের কতল অর্থাৎ চাবুক বা বেতের আঘাতে মৃত্যু। এতে একশ'টি উট দিতে হবে। তার চল্লিশটি গর্ভবতী, যাদের পেটে তাদের বাচ্চা থাকবে ।মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।


[১] কতল তিন প্রকারঃ (১) কতলে 'আমাদ ইচ্ছাকৃতভাবে অস্ত্র দিয়ে কাউকে হত্যা করা, (২) শিবহে 'আমাদ যা দিয়ে সাধারণত: মানুষ হত্যা করা হয় না, এমন কিছু দিয়ে আঘাত করার ফলে মৃত্যু ঘটা, (৩) কতলে খাতা বা ভুল বশতঃ হত্যা অন্য কাউকে মারার ইচ্ছায় আঘাত করার ফলে মৃত্যু অথবা জীবজন্তু মনে করে আঘাত করার ফলে মৃত্যু ইত্যাদি।
بَاب دِيَةِ شِبْهِ الْعَمْدِ مُغَلَّظَةً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، سَمِعْتُ الْقَاسِمَ بْنَ رَبِيعَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ قَتِيلُ الْخَطَإِ شِبْهِ الْعَمْدِ قَتِيلُ السَّوْطِ وَالْعَصَا مِائَةٌ مِنَ الإِبِلِ أَرْبَعُونَ مِنْهَا خَلِفَةً فِي بُطُونِهَا أَوْلاَدُهَا ‏"‏ ‏.‏

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنِ الْقَاسِمِ بْنِ رَبِيعَةَ، عَنْ عُقْبَةَ بْنِ أَوْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান