কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১৯. শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬১২
আন্তর্জাতিক নং: ২৬১২
কাউকে নিজের গোত্রভুক্ত নয় বলা
২৬১২। আবু বকর ইবন আবু শায়বা মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও হারুন ইবন হায়্যান (রাহঃ)....আশ'আছ ইবন কায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি কিনদা গোত্রের প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলাম। তারা (কিনদা গোত্র) আমাকে তাদের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করত। আমি বললামঃ ইয়া রাসূল্লাল্লাহ (ﷺ)! আপনারা কি আমাদের মধ্যে (আমাদের গোত্রভূক্ত) নন? তখন তিনি বললেনঃ আমরা বানূ' নাযর ইবন কিনানার বংশধর। আমরা আমাদের মাকে তোহমাত দিই না এবং আমাদের বাপ থেকে পৃথক হইনা।

রাবী বলেনঃ (এরপর থেকে) আশআছ ইবন কায়স বলতেনঃ যে ব্যক্তি কুরায়শ গোত্রের কোন লোককে সে নায়র ইবন কিনানা গোত্রের লোক নয় বলে দাবী করবে, আমি অবশ্যই তাকে (কযফ-এর) শাস্তি দেব।
بَاب مَنْ نَفَى رَجُلًا مِنْ قَبِيلَتِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، ح وَحَدَّثَنَا هَارُونُ بْنُ حَيَّانَ، أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُغِيرَةِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَقِيلِ بْنِ طَلْحَةَ السُّلَمِيِّ، عَنْ مُسْلِمِ بْنِ هَيْصَمٍ، عَنِ الأَشْعَثِ بْنِ قَيْسٍ، قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي وَفْدِ كِنْدَةَ وَلاَ يَرَوْنِي أَفْضَلَهُمْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلَسْتُمْ مِنَّا ‏.‏ فَقَالَ ‏ "‏ نَحْنُ بَنُو النَّضْرِ بْنِ كِنَانَةَ لاَ نَقْفُو أُمَّنَا وَلاَ نَنْتَفِي مِنْ أَبِينَا ‏"‏ ‏.‏ قَالَ فَكَانَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ يَقُولُ لاَ أُوتَى بِرَجُلٍ نَفَى رَجُلاً مِنْ قُرَيْشٍ مِنَ النَّضْرِ بْنِ كِنَانَةَ إِلاَّ جَلَدْتُهُ الْحَدَّ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান