কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১৯. শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৫৫৯
আন্তর্জাতিক নং: ২৫৫৯
যে প্রকাশ্যভাবে অশ্লীলতা করে
২৫৫৯। 'আববাস ইবন ওয়ালীদ দিমাশকী (রাহঃ) ....ইবন 'আববাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি যদি কাউকে বিনা প্রমাণে রজম করতাম, তবে অবশ্যই অমুক মহিলাকে রজম করতাম। কেননা, তার কথাবার্তায় আচার আকৃতিতে এবং যারা তার কাছে যাতায়াত করে তাদের থেকে অশ্লীলতা প্রকাশ পায়।
بَاب مَنْ أَظْهَرَ الْفَاحِشَةَ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ يَحْيَى بْنِ عُبَيْدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْ كُنْتُ رَاجِمًا أَحَدًا بِغَيْرِ بَيِّنَةٍ لَرَجَمْتُ فُلاَنَةَ فَقَدْ ظَهَرَ فِيهَا الرِّيبَةُ فِي مَنْطِقِهَا وَهَيْئَتِهَا وَمَنْ يَدْخُلُ عَلَيْهَا ‏"‏ ‏.‏
হাদীস নং:২৫৬০
আন্তর্জাতিক নং: ২৫৬০
যে প্রকাশ্যভাবে অশ্লীলতা করে
২৫৬০। আবু বকর ইবন খাল্লাদ বাহিলী (রাহঃ)..... কাসিম ইবন মুহাম্মাদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইবন আব্বাস (রাযিঃ) দুজন লি'আন কারীর[১] কথা উল্লেখ করলেন। ইবন শাদ্দাদ তাঁকে বললেনঃ এ সেই মহিলা, যার সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেনঃ আমি যদি কাউকে বিনা প্রমাণে রজম করতাম, তবে অবশ্য তাকে (অসুস্থ মহিলাকে) রজম করতাম? ইবন আব্বাস (রাযিঃ) বললেনঃ সে মহিলাতো প্রকাশ্যে অশ্লীল কাজ করতো।

[১] লি'আন বলেঃ স্বামী স্ত্রীর প্রতি অবৈধ কাজের অভিযোগ আনলে, তার যদি কোন প্রমাণ না থাকে, তবে বিশেষ বাক্যের মাধ্যমে কসম করে স্বামীর তার অভিযোগ প্রতিষ্ঠিত করা এবং স্ত্রীর সে অভিযোগ খণ্ডন করাকে।
بَاب مَنْ أَظْهَرَ الْفَاحِشَةَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ ذَكَرَ ابْنُ عَبَّاسٍ الْمُتَلاَعِنَيْنِ ‏.‏ فَقَالَ لَهُ ابْنُ شَدَّادٍ هِيَ الَّتِي قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْ كُنْتُ رَاجِمًا أَحَدًا بِغَيْرِ بَيِّنَةٍ لَرَجَمْتُهَا ‏"‏ ‏.‏ فَقَالَ ابْنُ عَبَّاسٍ تِلْكَ امْرَأَةٌ أَعْلَنَتْ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান