কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১৯. শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৫৪১
আন্তর্জাতিক নং: ২৫৪১
শরীআতের দন্ড বিধি অধ্যায়
যার ওপর হদ ওয়াজিব হয়নি
২৫৪১। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …. আতিয়্যা কুরাজী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কুরায়জার দিন[১] আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে হাজির করা হলো। যার নাভীর নীচে পশম গজিয়েছিল, তাকে হত্যা করা হলো; আর যার গজায়নি তাকে ছেড়ে দেয়া হলো। আমি পশম না গজানো দলের অন্তর্ভুক্ত ছিলাম, তাই আমাকে ছেড়ে দেয়া হয়।

[১] অর্থাৎ যে দিন ইয়াহূদী গোত্র বনু কুরায়জাকে তাদের ষড়যন্ত্র ও বিশ্বাস ঘাতকতার অপরাধে হত্যা করা হয়।
أبواب الحدود
بَاب مَنْ لَا يَجِبُ عَلَيْهِ الْحَدُّ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، قَالَ سَمِعْتُ عَطِيَّةَ الْقُرَظِيَّ، يَقُولُ عُرِضْنَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ قُرَيْظَةَ فَكَانَ مَنْ أَنْبَتَ قُتِلَ وَمَنْ لَمْ يُنْبِتْ خُلِّيَ سَبِيلُهُ فَكُنْتُ فِيمَنْ لَمْ يُنْبِتْ فَخُلِّيَ سَبِيلِي ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫৪২
আন্তর্জাতিক নং: ২৫৪২
শরীআতের দন্ড বিধি অধ্যায়
যার ওপর হদ ওয়াজিব হয়নি
২৫৪২। মুহাম্মাদ ইবন সাববাহ (রাহঃ) আতীয়্যা কুরাজী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তখন আমি তোমাদের সম্মুখে ছিলাম।
أبواب الحدود
بَاب مَنْ لَا يَجِبُ عَلَيْهِ الْحَدُّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ قَالَ سَمِعْتُ عَطِيَّةَ الْقُرَظِيَّ يَقُولُ فَهَا أَنَا ذَا بَيْنَ أَظْهُرِكُمْ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫৪৩
আন্তর্জাতিক নং: ২৫৪৩
শরীআতের দন্ড বিধি অধ্যায়
যার ওপর হদ ওয়াজিব হয়নি
২৫৪৩। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) … ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাকে উহুদের দিন রাসূলুল্লাহ (ﷺ) -এর সামনে হাজির করা হয়, তখন আমি চৌদ্দ বছরের বালক। তিনি আমাকে (জিহাদে শরীক হতে) অনুমতি দেননি। পরে খন্দকের যুদ্ধের দিন আমাকে তাঁর কাছে হাজির করা হয়। তখন আমি পনের বছরের বালক। এ সময় তিনি আমাকে অনুমতি দেন। নাফি' (রাহঃ) বলেনঃ আমি এ হাদীস উমার ইবন আব্দুল আযীযের কাছে তাঁর খিলাফাত আমলে বর্ণনা করি। তিনি বললেনঃ এটাই নাবালেগ ও বালেগের মধ্যে পার্থক্যের মানদন্ড।
أبواب الحدود
بَاب مَنْ لَا يَجِبُ عَلَيْهِ الْحَدُّ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو مُعَاوِيَةَ وَأَبُو أُسَامَةَ قَالُوا حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ عُرِضْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً فَلَمْ يُجِزْنِي وَعُرِضْتُ عَلَيْهِ يَوْمَ الْخَنْدَقِ وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً فَأَجَازَنِي ‏.‏ قَالَ نَافِعٌ فَحَدَّثْتُ بِهِ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ فِي خِلاَفَتِهِ فَقَالَ هَذَا فَصْلُ مَا بَيْنَ الصَّغِيرِ وَالْكَبِيرِ ‏.‏