কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১৩. রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩৭২
আন্তর্জাতিক নং: ২৩৭২
মিথ্যা সাক্ষ্য প্রসঙ্গে
২৩৭২। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ) …… খুরায়ম ইবন ফাতি আসাদী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ একদা নবী (ﷺ) ফজরের সালাত আদায় করলেন। সালাত শেষে তিনি দাঁড়িয়ে বললেন, মিথ্যা সাক্ষ্য আল্লাহর সাথে শরীক করার সমান। তিনি তিন বার একথা বললেন। তারপর এ আয়াত তিলাওয়াত করলেনঃ


(অর্থাৎ তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাক; একনিষ্ট হয়ে আল্লাহর প্রতি তার সাথে কোন শরীক না করে। (২২ঃ৩০)
بَاب شَهَادَةِ الزُّورِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا سُفْيَانُ الْعُصْفُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ حَبِيبِ بْنِ النُّعْمَانِ الأَسَدِيِّ، عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ الأَسَدِيِّ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الصُّبْحَ فَلَمَّا انْصَرَفَ قَامَ قَائِمًا فَقَالَ ‏"‏ عُدِلَتْ شَهَادَةُ الزُّورِ بِالإِشْرَاكِ بِاللَّهِ ‏"‏ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ ‏(‏وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِه‏)‏‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩৭৩
আন্তর্জাতিক নং: ২৩৭৩
মিথ্যা সাক্ষ্য প্রসঙ্গে
২৩৭৩। সুওয়ায়দ ইবন সা'ঈদ (রাহঃ) ….. ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মিথ্যা সাক্ষ্য দাতার পদদ্বয় (কিয়ামতের দিন) একটুও নড়বেনা, যতক্ষণ না আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালা দেবেন।
بَاب شَهَادَةِ الزُّورِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُرَاتِ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏(‏لَنْ تَزُولَ قَدَمُ شَاهِدِ الزُّورِ حَتَّى يُوجِبَ اللَّهُ لَهُ النَّارَ‏)‏‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান