কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১৩. রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৩২৭
আন্তর্জাতিক নং: ২৩২৭
রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
আহলে কিতাবদেরকে কিভাবে কসম দেওয়াতে হবে
২৩২৭। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....বারা ইবন 'আযিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ইয়াহূদীদের এক পন্ডিত ব্যক্তিকে ডেকে বললেনঃ আমি তোমাকে সেই জাতের কসম দিচ্ছি, যিনি মুসা (আ)-এর ওপর তাওরাত নাযিল করেছেন।
أبواب الأحكام
بَاب بِمَا يُسْتَحْلَفُ أَهْلُ الْكِتَابِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَعَا رَجُلاً مِنْ عُلَمَاءِ الْيَهُودِ فَقَالَ " أَنْشُدُكَ بِاللَّهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى " .
তাহকীক:
হাদীস নং: ২৩২৮
আন্তর্জাতিক নং: ২৩২৮
রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
আহলে কিতাবদেরকে কিভাবে কসম দেওয়াতে হবে
২৩২৮। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) দু'জন ইয়াহুদীকে বলেনঃ আমি তোমাদেরকে সেই আল্লাহর কসম দিচ্ছি, যিনি মুসা আলায় হিস সালামের ওপর তাওরাত নাযিল করেছেন।
أبواب الأحكام
بَاب بِمَا يُسْتَحْلَفُ أَهْلُ الْكِتَابِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مُجَالِدٍ، أَنْبَأَنَا عَامِرٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِيَهُودِيَّيْنِ " نَشَدْتُكُمَا بِاللَّهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى عَلَيْهِ السَّلاَمُ " .
তাহকীক: