কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২৮৭
আন্তর্জাতিক নং: ২২৮৭
লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
শরীকী এবং মুযারাবা[১] কারবার প্রসঙ্গে
২২৮৭। 'উছমান ও আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)...সাইব (রাযিঃ) থেকে বর্ণিত। সাইব নবী (ﷺ)-কে বললেনঃ জাহিলী যুগে আপনি আমার অংশীদার ছিলেন। আর আপনি ছিলেন উত্তম অংশীদার। আপনি কখনো প্রতারণা করেননি এবং কখনো ঝগড়াও করেননি।

[১] মুযারাবা হলোঃ একজনের সম্পদ এবং আরেক জনের শ্রম দিয়ে লভ্যাংশ ভাগাভাগির চুক্তিতে কারবার করা।
أبواب التجارات
بَاب الشَّرِكَةِ وَالْمُضَارَبَةِ
حَدَّثَنَا عُثْمَانُ، وَأَبُو بَكْرٍ ابْنَا أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ قَائِدِ السَّائِبِ، عَنِ السَّائِبِ، قَالَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ كُنْتَ شَرِيكِي فِي الْجَاهِلِيَّةِ فَكُنْتَ خَيْرَ شَرِيكٍ كُنْتَ لاَ تُدَارِينِي وَكُنْتَ لاَ تُمَارِينِي ‏.‏