কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২৬৫
আন্তর্জাতিক নং: ২২৬৫
মুযাবানা ও মুহাকালা[১] প্রসঙ্গে
২২৬৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুযাবানা করতে নিষেধ করেছেন। মুযাবানা হলোঃ বাগানের পাকা খেজুর, তা গাছে থাকা অবস্থায় শুকনো খেজুরের বিনিময়ে বিক্রি করা; এভাবে পাকা আঙ্গুর শুকনো আঙ্গুর (কিশমিশ)-এর বিনিময়ে মেপে বিক্রি করা, পাকা শস্য শুকনো শস্যের বিনিময়ে বিক্রি করা। তিনি এ সকল প্রকার বিক্রি থেকে নিষেধ করেছেন।
[১] ক্ষেত্রে শস্য রেখেই বিক্রি করাকে মুহাকালা বলে।
[১] ক্ষেত্রে শস্য রেখেই বিক্রি করাকে মুহাকালা বলে।
بَاب الْمُزَابَنَةِ وَالْمُحَاقَلَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْمُزَابَنَةِ . وَالْمُزَابَنَةُ أَنْ يَبِيعَ الرَّجُلُ تَمْرَ حَائِطِهِ إِنْ كَانَتْ نَخْلاً بِتَمْرٍ كَيْلاً وَإِنْ كَانَتْ كَرْمًا أَنْ يَبِيعَهُ بِزَبِيبٍ كَيْلاً وَإِنْ كَانَتْ زَرْعًا أَنْ يَبِيعَهُ بِكَيْلِ طَعَامٍ نَهَى عَنْ ذَلِكَ كُلِّهِ .

তাহকীক:
তাহকীক চলমান