কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২২৬২
আন্তর্জাতিক নং: ২২৬২
সোনার পরিবর্তে রূপা এবং রূপার পরিবর্তে সোনা খরিদ করা
২২৬২। ইসহাক ইবন ইবরাহীম ইবন হাবীব, সুফয়ান ইবন ওয়াকী' ও মুহাম্মাদ ইবন উবায়দ ইবন ছা'লাবা হিম্মানী (রাহঃ).... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি উট বিক্রি করতাম। এ সময় রূপার পরিবর্তে সোনা এবং সোনার পরিবর্তে রূপা দীনারের পরিবর্তে দিরহাম এবং দিরহামের পরিবর্তে দীনার নিতাম। অতঃপর আমি এ সম্পর্কে নবী (ﷺ) কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেনঃ যখন তুমি এর একটি গ্রহণ এবং অপরটি প্রদান করবে, তখন তোমার সঙ্গীর সাথে লেন-দেন না চুকিয়ে পৃথক হবে না।

ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত রয়েছে।



২/২২৬২ (১)। ইয়াহয়া ইবনে হাকীম-ইয়াকুব ইবনে ইসহাক-হাম্মাদ ইবনে সালামা-সিমাক ইবনে হারব-সাঈদ ইবনে জুবাইর-ইবনে উমর (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে।
بَاب اقْتِضَاءِ الذَّهَبِ مِنْ الْوَرِقِ وَالْوَرِقِ مِنْ الذَّهَبِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ، وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ ثَعْلَبَةَ الْحِمَّانِيُّ، قَالُوا حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، أَوْ سِمَاكٌ - وَلاَ أَعْلَمُهُ إِلاَّ سِمَاكًا - عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ كُنْتُ أَبِيعُ الإِبِلَ فَكُنْتُ آخُذُ الذَّهَبَ مِنَ الْفِضَّةِ وَالْفِضَّةَ مِنَ الذَّهَبِ وَالدَّنَانِيرَ مِنَ الدَّرَاهِمِ وَالدَّرَاهِمَ مِنَ الدَّنَانِيرِ ‏.‏ فَسَأَلْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ إِذَا أَخَذْتَ أَحَدَهُمَا وَأَعْطَيْتَ الآخَرَ فَلاَ تُفَارِقْ صَاحِبَكَ وَبَيْنَكَ وَبَيْنَهُ لَبْسٌ ‏"‏ ‏.‏
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান