কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২২৩
আন্তর্জাতিক নং: ২২২৩
মাপে ও ওজনে সতর্কতা অবলম্বন
২২২৩। আব্দুর রহমান ইবন বিশর ইবন হাকাম ও মুহাম্মাদ ইবন আকীল ইবন খুয়ায়লিদ (রাহঃ).... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন মদীনায় আসেন, তখন মদীনাবাসী মাপে বেশী কারচুপি করতো। তখন মহান আল্লাহ এই আয়াত নাযিল করেন وَيْلٌ لِلْمُطَفِّفِينَ
অর্থাৎ মন্দ পরিণাম তাদের জন্য, যারা মাপে কম দেয়। (৮৩ঃ১)। এরপর থেকে তারা ঠিকভাবে ওজন করতে লাগলো।
অর্থাৎ মন্দ পরিণাম তাদের জন্য, যারা মাপে কম দেয়। (৮৩ঃ১)। এরপর থেকে তারা ঠিকভাবে ওজন করতে লাগলো।
بَاب التَّوَقِّي فِي الْكَيْلِ وَالْوَزْنِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، وَمُحَمَّدُ بْنُ عَقِيلِ بْنِ خُوَيْلِدٍ، قَالاَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي يَزِيدُ النَّحْوِيُّ، أَنَّ عِكْرِمَةَ، حَدَّثَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ الْمَدِينَةَ كَانُوا مِنْ أَخْبَثِ النَّاسِ كَيْلاً فَأَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ (وَيْلٌ لِلْمُطَفِّفِينَ) فَأَحْسَنُوا الْكَيْلَ بَعْدَ ذَلِكَ .

তাহকীক:
তাহকীক চলমান