কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৬২
আন্তর্জাতিক নং: ২১৬২
শিঙ্গা দানকারীর উপার্জন
২১৬২। মুহাম্মাদ ইবন আবু উমর আদানী (র.).... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) শিঙ্গা লাগিয়েছিলেন এবং শিঙ্গা দানকরীকে পারিশ্রমিক দিয়েছিলেন।
ইবন মাজাহ বলেনঃ ইবন আবু উমর একাই এ হাদীসটি বর্ণনা করেছেন।
بَاب كَسْبِ الْحَجَّامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم احْتَجَمَ وَأَعْطَاهُ أَجْرَهُ تَفَرَّدَ بِهِ ابْنُ أَبِي عُمَرَ وَحْدَهُ قَالَهُ ابْن مَاجَةَ.
হাদীস নং:২১৬৩
আন্তর্জাতিক নং: ২১৬৩
শিঙ্গা দানকারীর উপার্জন
২১৬৩। 'আমর ইবন আলী আবু হাফস সায়রাফী ও মুহাম্মাদ ইবন উবাদা ওয়াসিতী (রাহঃ).... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) শিঙ্গা লাগিয়েছিলেন এবং আমাকে পারিশ্রমিক দিতে নির্দেশ দিয়েছিলেন। তখন আমি শিঙ্গা দানকারীকে তার পারিশ্রমিক আদায় করে দিয়েছিলাম।
بَاب كَسْبِ الْحَجَّامِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ أَبُو حَفْصٍ الصَّيْرَفِيُّ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالاَ حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِي جَمِيلَةَ عَنْ عَلِيٍّ، قَالَ احْتَجَمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَمَرَنِي فَأَعْطَيْتُ الْحَجَّامَ أَجْرَهُ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২১৬৪
আন্তর্জাতিক নং: ২১৬৪
শিঙ্গা দানকারীর উপার্জন
২১৬৪। আব্দুল হামীদ ইবন বয়ান ওয়াসিতী (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) শিঙ্গা লাগিয়েছিলেন এবং শিঙ্গা দানকারীকে তার পারিশ্রমিক দিয়েছিলেন।
بَاب كَسْبِ الْحَجَّامِ
حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ احْتَجَمَ وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২১৬৫
আন্তর্জাতিক নং: ২১৬৫
শিঙ্গা দানকারীর উপার্জন
২১৬৫। হিশাম ইবন আম্মার (রাহঃ).... আবু মাসউদ উকবা ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) শিঙ্গা দানকারীর উপার্জন থেকে নিষেধ করেছেন।
بَاب كَسْبِ الْحَجَّامِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، عُقْبَةَ بْنِ عَمْرٍو قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ كَسْبِ الْحَجَّامِ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২১৬৬
আন্তর্জাতিক নং: ২১৬৬
শিঙ্গা দানকারীর উপার্জন
২১৬৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... মুহায়য়িসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ) কে শিঙ্গা দানকারীর উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি তাকে তা থেকে নিষেধ করেন। সে নবী (ﷺ) কে তার প্রয়োজনের কথা বলল। তখন তিনি বললেনঃ তুমি তোমার উটের আহার দানে তা খরচ করে ফেল।
بَاب كَسْبِ الْحَجَّامِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حَرَامِ بْنِ مُحَيِّصَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَأَلَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ عَنْ كَسْبِ الْحَجَّامِ فَنَهَاهُ عَنْهُ فَذَكَرَ لَهُ الْحَاجَةَ فَقَالَ ‏ "‏ اعْلِفْهُ نَوَاضِحَكَ ‏"‏ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

rabi
বর্ণনাকারী: