কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১৫৬
আন্তর্জাতিক নং: ২১৫৬
ঝাড়-ফুঁক কারীর পারিশ্রমিক
২১৫৬। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ).... আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ত্রিশজন অশ্বারোহীকে এক অভিযানে পাঠিয়েছিলেন। আমরা এক সম্প্রদায়ের কাছে অবতরণ করলাম এবং তাদের আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা করতে অনুরোধ জানালাম। কিন্তু তারা অস্বীকার করলো। ঘটনাক্রমে তাদের নেতা বিষাক্ত জন্তুর কামড়ে আক্রান্ত হলো। তখন তারা আমাদের কাছে এসে বলল, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে, যে বিচ্ছুর কামড়ের ঝাড়-ফুঁক করতে পারে? আমি বললামঃ হ্যাঁ, আমিই পারি। তবে তোমরা আমাদের কিছু ছাগল না দিলে আমি ঝাড়-ফুঁক করতে যাব না। তখন তারা বললঃ আমরা তোমাদের ত্রিশটি বকরী দেব। আমরা তা গ্রহণ করলাম এবং আমি তার উপর সাত বার 'আলহামদু' সূরাটি পাঠ করলাম। সে সুস্থ হলো, আর আমরা ছাগল নিয়ে ফিরে আসলাম। পরে এ ব্যাপারে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হল। তাই আমরা বললামঃ তোমরা তাড়াতাড়ি করবে না; যে পর্যন্ত না আমরা নবী (ﷺ) -এর কাছে হাযির হই। আমরা যখন তাঁর কাছে উপস্থিত হলাম তখন তাঁকে আমার এই ঘটনাটি অবহিত করলাম। তিনি বললেনঃ তুমি কি জান না যে, এটাই ঝাড়-ফুঁক। তোমরা এ ছাগলগুলো বন্টন করে নাও এবং তোমাদের সাথে আমাকেও এক অংশে শরীক রাখ।
আবু কুরায়ব মুহাম্মাদ ইবন বাশশার (রাযিঃ).....আবু সায়ীদ (রাযিঃ) সূত্রে নবী থেকে অনুরূপ বর্ণিত আছে।
আবু কুরায়ব মুহাম্মাদ ইবন বাশশার (রাযিঃ).....আবু সায়ীদ (রাযিঃ) সূত্রে নবী থেকে অনুরূপ বর্ণিত আছে।
بَاب أَجْرِ الرَّاقِي
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ثَلاَثِينَ رَاكِبًا فِي سَرِيَّةٍ فَنَزَلْنَا بِقَوْمٍ فَسَأَلْنَاهُمْ أَنْ يَقْرُونَا فَأَبَوْا فَلُدِغَ سَيِّدُهُمْ فَأَتَوْنَا فَقَالُوا أَفِيكُمْ أَحَدٌ يَرْقِي مِنَ الْعَقْرَبِ فَقُلْتُ نَعَمْ أَنَا وَلَكِنْ لاَ أَرْقِيهِ حَتَّى تُعْطُونَا غَنَمًا . قَالُوا فَإِنَّا نُعْطِيكُمْ ثَلاَثِينَ شَاةً . فَقَبِلْنَاهَا فَقَرَأْتُ عَلَيْهِ ( الْحَمْدُ ) سَبْعَ مَرَّاتٍ فَبَرِئَ وَقَبَضْنَا الْغَنَمَ فَعَرَضَ فِي أَنْفُسِنَا مِنْهَا شَىْءٌ فَقُلْنَا لاَ تَعْجَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَلَمَّا قَدِمْنَا ذَكَرْتُ لَهُ الَّذِي صَنَعْتُ فَقَالَ " أَوَ مَا عَلِمْتَ أَنَّهَا رُقْيَةٌ اقْتَسِمُوهَا وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا " .
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ . قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَالصَّوَابُ هُوَ أَبُو الْمُتَوَكِّل
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ . قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَالصَّوَابُ هُوَ أَبُو الْمُتَوَكِّل

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: