কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১০. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০৮২
আন্তর্জাতিক নং: ২০৮২
কেউ যদি বাঁদীকে দু'তালাক দিয়ে দেয় এবং পরে তাকে ক্রয় করে নেয়
২০৮২। মুহাম্মাদ ইবন 'আব্দুল মালিক ইবন যানজুয়াহ আবু বকর (রাহঃ)....বনু নওফলের আযাদকৃত গোলাম আবুল হাসান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইবন আব্বাস (রাযিঃ)কে জনৈক গোলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো- যে তার স্ত্রীকে দুই তালাক দিয়েছে, পরে তাদের উভয়কে আযাদ করা হয়েছে। সে কি উক্ত মহিলাকে বিয়ে করতে পারবে? তিনি বললেনঃ হ্যাঁ। এরপর তাঁকে জিজ্ঞাসা করা হলোঃ আপনি কর বরাতে বলছেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ এরূপ ফয়সালা দিয়েছেন।
রাবী আব্দুর রাযযাক বলেনঃ 'আব্দুল্লাহ ইবনু মুবারক বলেছেন যে, আবুল হাসান নিজের ঘাড়ে একটি বিরাট পাথর উঠিয়ে নিল।
রাবী আব্দুর রাযযাক বলেনঃ 'আব্দুল্লাহ ইবনু মুবারক বলেছেন যে, আবুল হাসান নিজের ঘাড়ে একটি বিরাট পাথর উঠিয়ে নিল।
بَاب مَنْ طَلَّقَ أَمَةً تَطْلِيقَتَيْنِ ثُمَّ اشْتَرَاهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ زَنْجَوَيْهِ أَبُو بَكْرٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا مَعْمَرٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُمَرَ بْنِ مُعَتِّبٍ عَنْ أَبِي الْحَسَنِ مَوْلَى بَنِي نَوْفَلٍ قَالَ سُئِلَ ابْنُ عَبَّاسٍ عَنْ عَبْدٍ ’طَلَّقَ امْرَأَتَهُ تَطْلِيقَتَيْنِ ثُمَّ أُعْتِقَا يَتَزَوَّجُهَا قَالَ نَعَمْ فَقِيلَ لَهُ عَمَّنْ قَالَ قَضَى بِذَلِكَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم’.
قَالَ عَبْدُ الرَّزَّاقِ قَالَ عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ لَقَدْ تَحَمَّلَ أَبُو الْحَسَنِ هَذَا صَخْرَةً عَظِيمَةً عَلَى عُنُقِهِ.
قَالَ عَبْدُ الرَّزَّاقِ قَالَ عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ لَقَدْ تَحَمَّلَ أَبُو الْحَسَنِ هَذَا صَخْرَةً عَظِيمَةً عَلَى عُنُقِهِ.

তাহকীক:
তাহকীক চলমান