কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
১০. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০৫১
আন্তর্জাতিক নং: ২০৫১
চূড়ান্ত তালাক
২০৫১। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... ইয়াযীদ ইবন রুকানা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি তার স্ত্রীকে চূড়ান্ত তালাক দিয়েছিলেন। এরপর তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেনঃ তুমি কি নিয়্যত করেছিলে? ইয়াযীদ বললেনঃ এক তালাকের। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহর শপথ! তুমি কি এক তালাকেরই নিয়্যত করেছিলে? ইয়াযীদ বললেনঃ আল্লাহর কসম! আমি এক তালাকেরই ইচ্ছা করছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীকে ফেরত আনতে বললেন।
মুহাম্মাদ ইবন মাজাহ বলেন যে, আমি আবুল হাসান আলী ইবন মুহাম্মাদ তানাফাসীকে বলতে শুনেছি যে, এ হাদীসটি কতইনা উত্তম!
ইবন মাজাহ আরও বলেন যে, আবু 'উবায়দা নাজিয়া প্রত্যাখ্যান করেছে। আর আহমদও তাঁর
ব্যাপারে দুর্বলতা প্রকাশ করেছেন।
মুহাম্মাদ ইবন মাজাহ বলেন যে, আমি আবুল হাসান আলী ইবন মুহাম্মাদ তানাফাসীকে বলতে শুনেছি যে, এ হাদীসটি কতইনা উত্তম!
ইবন মাজাহ আরও বলেন যে, আবু 'উবায়দা নাজিয়া প্রত্যাখ্যান করেছে। আর আহমদও তাঁর
ব্যাপারে দুর্বলতা প্রকাশ করেছেন।
بَاب طَلَاقِ الْبَتَّةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ عَنْ الزُّبَيْرِ بْنِ سَعِيدٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَلِيِّ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ الْبَتَّةَ فَأَتَى رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَقَالَ مَا أَرَدْتَ بِهَا قَالَ وَاحِدَةً قَالَ اللهِ مَا أَرَدْتَ بِهَا إِلَّا وَاحِدَةً قَالَ اللهِ مَا أَرَدْتُ بِهَا إِلَّا وَاحِدَةً قَالَ فَرَدَّهَا عَلَيْهِ
قَالَ مُحَمَّد بْن مَاجَةَ سَمِعْت أَبَا الْحَسَنِ عَلِيَّ بْنَ مُحَمَّدٍ الطَّنَافِسِيَّ يَقُولُ مَا أَشْرَفَ هَذَا الْحَدِيثَ قَالَ ابْن مَاجَةَ أَبُو عُبَيْدٍ تَرَكَهُ نَاجِيَةُ وَأَحْمَدُ جَبُنَ عَنْهُ.
قَالَ مُحَمَّد بْن مَاجَةَ سَمِعْت أَبَا الْحَسَنِ عَلِيَّ بْنَ مُحَمَّدٍ الطَّنَافِسِيَّ يَقُولُ مَا أَشْرَفَ هَذَا الْحَدِيثَ قَالَ ابْن مَاجَةَ أَبُو عُبَيْدٍ تَرَكَهُ نَاجِيَةُ وَأَحْمَدُ جَبُنَ عَنْهُ.

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: