কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৯৮৭
আন্তর্জাতিক নং: ১৯৮৭
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
চুল সংযোজনকারী ও উল্কিকারী প্রসঙ্গে
১৯৮৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)......ইবন উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত । তিনি ঐ মহিলার প্রতি লা'নত করেছন, যে চুল সংযোজন করে এবং যে এ কাজ করায়, এবং যে দেহের বিভিন্ন অঙ্গে উলকি করে এবং যে এ কাজ করায়।
أبواب النكاح
بَاب الْوَاصِلَةِ وَالْوَاشِمَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ لَعَنَ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ
হাদীস নং: ১৯৮৮
আন্তর্জাতিক নং: ১৯৮৮
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
চুল সংযোজনকারী ও উল্কিকারী প্রসঙ্গে
১৯৮৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আসমা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক মহিলা নবী (ﷺ) -এর কাছে এসে বললোঃ আমার মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু রোগের কারণে তার মাথার চুল খসে পড়েছে, আমি কি তার মাথায় অন্যের চুল জোড়া দেব? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যে মহিলা চুল জোড়া লাগিয়ে দেয় এবং যে জোড়া লাগায়, আল্লাহ তাকে লা'নত করেন।
أبواب النكاح
بَاب الْوَاصِلَةِ وَالْوَاشِمَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ عَنْ أَسْمَاءَ قَالَتْ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّ ابْنَتِي عُرَيِّسٌ وَقَدْ أَصَابَتْهَا الْحَصْبَةُ فَتَمَرَّقَ شَعْرُهَا فَأَصِلُ لَهَا فِيهِ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَعَنَ اللهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ
হাদীস নং: ১৯৮৯
আন্তর্জাতিক নং: ১৯৮৯
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
চুল সংযোজনকারী ও উল্কিকারী প্রসঙ্গে
১৯৮৯। আবু উমর হাফস ইবন উমর ও আব্দুর রহমান ইবন উমর (রাহঃ).... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ঐ সব মহিলাদেরকে লা'নত করেছেন, যারা অন্যের দেহে উলকি করে দেয় এবং যারা নিজেদের দেহে উল্‌কি গ্রহণ করে। যারা মুখের চুল উপড়ে ফেলে এবং যারা সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে। বনু আসাদ গোত্রের উম্মে ইয়াকুব নামী এক মহিলার কাছে এ হাদীস পৌঁছলে তিনি আব্দুল্লাহ (রাযিঃ) এর কাছে এসে বললেনঃ আমি জানতে পেরেছি যে, আপনি এমন এমন কথা বলেছেন। 'আব্দুল্লাহ বললেনঃ আমি তাদেরকে কেন অভিসম্পাত করবনা, যাদের প্রতি স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) লা'নত করেছেন এবং বিষয়টি আল্লাহর কিতাবেও বিবৃত রয়েছে? মহিলাটি বললেনঃ আমি তো সম্পূর্ণ কুরআন পড়েছি, কিন্তু কোথাও এমন বিষয় পাইনি! তখন আব্দুল্লাহ (রাযিঃ) বললেনঃ যদি তুমি খেয়াল করে তা পড়তে, তবে অবশ্যই তা পেতে।
তুমি কি এ আয়াতটি পাঠ করনিঃوَمَا آتَاكُمْ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا

“রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, তা তোমরা গ্রহণ কর; আর যা থেকে তোমাদের নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাক।" (৫৯ঃ৭) তিনি বললেনঃ হ্যাঁ। তখন আব্দুল্লাহ বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তো এ কাজ করতে নিষেধ করেছেন। তখন মহিলাটি বললেনঃ “আমার তো মনে হয় তোমার পরিবার-পরিজনেরা এরূপ করে থাকে। তিনি বললেনঃ যাও, অনুসন্ধান করে দেখ। তখন সে গেল এবং অনুসন্ধান করলো, কিন্তু কোন লক্ষণই দেখতে পেল না। অবশেষে মহিলাটি বললেনঃ এমন কিছু আমি দেখতে পাইনি। আব্দুল্লাহ তখন বললেনঃ তোমার কথা ঠিক হলে সে আমার সঙ্গে মেলামেশা করতে পারতো না।
أبواب النكاح
بَاب الْوَاصِلَةِ وَالْوَاشِمَةِ
حَدَّثَنَا أَبُو عُمَرَ حَفْصُ بْنُ عَمْرٍو وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللهِ قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ لِخَلْقِ اللهِ فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ فَجَاءَتْ إِلَيْهِ فَقَالَتْ بَلَغَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ كَيْتَ وَكَيْتَ قَالَ وَمَا لِي لَا أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي كِتَابِ اللهِ قَالَتْ إِنِّي لَأَقْرَأُ مَا بَيْنَ لَوْحَيْهِ فَمَا وَجَدْتُهُ قَالَ إِنْ كُنْتِ قَرَأْتِهِ فَقَدْ وَجَدْتِهِ أَمَا قَرَأْتِ (وَمَا آتَاكُمْ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا) قَالَتْ بَلَى قَالَ فَإِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَدْ نَهَى عَنْهُ قَالَتْ فَإِنِّي لَأَظُنُّ أَهْلَكَ يَفْعَلُونَ قَالَ اذْهَبِي فَانْظُرِي فَذَهَبَتْ فَنَظَرَتْ فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ شَيْئًا قَالَ عَبْدُ اللهِ لَوْ كَانَتْ كَمَا تَقُولِينَ مَا جَامَعَتْنَا