কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ১৯৭৭
আন্তর্জাতিক নং: ১৯৭৭
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
স্ত্রীদের সাথে উত্তম আচরণ
১৯৭৭। আবু বিশর বকর ইবন খালাফ ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)...... ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই, যে নিজের পরিবারের কাছে উত্তম। আর আমি তোমাদের চাইতে আমার পরিবারের কাছে উত্তম।
أبواب النكاح
بَاب حُسْنِ مُعَاشَرَةِ النِّسَاءِ
حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَا حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ جَعْفَرِ بْنِ يَحْيَى بْنِ ثَوْبَانَ عَنْ عَمِّهِ عُمَارَةَ بْنِ ثَوْبَانَ عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي
হাদীস নং: ১৯৭৮
আন্তর্জাতিক নং: ১৯৭৮
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
স্ত্রীদের সাথে উত্তম আচরণ
১৯৭৮। আবু কুরায় (রাহঃ) ......'আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে উত্তম লোক তারাই, যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম।
أبواب النكاح
بَاب حُسْنِ مُعَاشَرَةِ النِّسَاءِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ عَنْ الْأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم خِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ
হাদীস নং: ১৯৭৯
আন্তর্জাতিক নং: ১৯৭৯
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
স্ত্রীদের সাথে উত্তম আচরণ
১৯৭৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) একবার আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হন, এতে আমি তাঁর থেকে অগ্রগামী হই।
أبواب النكاح
بَاب حُسْنِ مُعَاشَرَةِ النِّسَاءِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سَابَقَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَسَبَقْتُهُ
তাহকীক:
হাদীস নং: ১৯৮০
আন্তর্জাতিক নং: ১৯৮০
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
স্ত্রীদের সাথে উত্তম আচরণ
১৯৮০। আবু বদর 'আব্বাছ ইবন ওলীদ (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন সফিয়্যা (রাযিঃ)কে বিয়ে করে মদীনায় নিয়ে আসেন, তখন আনসারী মহিলাগণ এসে তাঁর ব্যাপারে আমাকে অবহিত করলো। 'আয়েশা (রাযিঃ) বলেনঃ তখন আমি বেশ ভূষা পরিবর্তন করে ও চেহারায় নিকাব দিয়ে, তাঁকে দেখতে গেলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমার চোখের দিকে তাকিয়ে আমাকে চিনে ফেললেন। তিনি বলেনঃ নবী (ﷺ) যখন আমার দিকে লক্ষ্য করলেন, তখন আমি দ্রুত সরে যেতে চেষ্টা করলাম। কিন্তু তিনি আমাকে ধরে ফেললেন এবং কোলে তুলে নিলেন। আর বললেনঃ “কেমন দেখলে?” আমি বললামঃ আমাকে ছেড়ে দিন, আর ইয়াহুদী মহিলা তো ইয়াহুদী।
أبواب النكاح
بَاب حُسْنِ مُعَاشَرَةِ النِّسَاءِ
حَدَّثَنَا أَبُو بَدْرٍ عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ عَنْ أُمِّ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ لَمَّا قَدِمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُوَ عَرُوسٌ بِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ جِئْنَ نِسَاءُ الْأَنْصَارِ فَأَخْبَرْنَ عَنْهَا قَالَتْ فَتَنَكَّرْتُ وَتَنَقَّبْتُ فَذَهَبْتُ فَنَظَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى عَيْنِي فَعَرَفَنِي قَالَتْ فَالْتَفَتَ فَأَسْرَعْتُ الْمَشْيَ فَأَدْرَكَنِي فَاحْتَضَنَنِي فَقَالَ كَيْفَ رَأَيْتِ قَالَتْ قُلْتُ أَرْسِلْ يَهُودِيَّةٌ وَسْطَ يَهُودِيَّاتٍ
তাহকীক:
হাদীস নং: ১৯৮১
আন্তর্জাতিক নং: ১৯৮১
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
স্ত্রীদের সাথে উত্তম আচরণ
১৯৮১। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ)....উরওয়া ইবন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, 'আয়েশা (রাযিঃ) বলেনঃ আমি জানতাম না, কিন্তু যয়নব (রাযিঃ) অনুমতি ছাড়াই রাগান্বিত অবস্থায় একদিন আমার কাছে আসলেন। এরপর বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) আবু বকর (রাযিঃ) এর এই ছোট্ট মেয়েটি যখন আপনার সামনে তার দু'হাত নাড়াচাড়া করে, এটাই কি আপনার জন্য যথেষ্ট! এরপর যয়নব (রাযিঃ) আমার দিকে দৃষ্টিপাত করেন? কিন্তু আমি তাঁর থেকে মুখ ফিরিয়ে নিলাম। অবশেষে নবী (ﷺ) বললেনঃ তুমি এখন তাঁর থেকে প্রতিশোধ নাও।
তখন আমি তাঁকে জব্দ করলাম। এমন কি আমি বুঝতে পারলাম যে, তাঁর মুখের থুথু শুকিয়ে গেছে। তিনি আমার কোন কথার উত্তর দিতে পারলেন না। তখন আমি নবী (ﷺ) কে দেখতে পেলাম যে, তাঁর চেহারা ঝলমল করছে।
তখন আমি তাঁকে জব্দ করলাম। এমন কি আমি বুঝতে পারলাম যে, তাঁর মুখের থুথু শুকিয়ে গেছে। তিনি আমার কোন কথার উত্তর দিতে পারলেন না। তখন আমি নবী (ﷺ) কে দেখতে পেলাম যে, তাঁর চেহারা ঝলমল করছে।
أبواب النكاح
بَاب حُسْنِ مُعَاشَرَةِ النِّسَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ عَنْ زَكَرِيَّا عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ عَنْ الْبَهِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ قَالَتْ عَائِشَةُ مَا عَلِمْتُ حَتَّى دَخَلَتْ عَلَيَّ زَيْنَبُ بِغَيْرِ إِذْنٍ وَهِيَ غَضْبَى ثُمَّ قَالَتْ يَا رَسُولَ اللهِ أَحَسْبُكَ إِذَا قَلَبَتْ بُنَيَّةُ أَبِي بَكْرٍ ذُرَيْعَتَيْهَا ثُمَّ أَقَبَلَتْ عَلَيَّ فَأَعْرَضْتُ عَنْهَا حَتَّى قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم دُونَكِ فَانْتَصِرِي فَأَقْبَلْتُ عَلَيْهَا حَتَّى رَأَيْتُهَا وَقَدْ يَبِسَ رِيقُهَا فِي فِيهَا مَا تَرُدُّ عَلَيَّ شَيْئًا فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَهَلَّلُ وَجْهُهُ
তাহকীক:
হাদীস নং: ১৯৮২
আন্তর্জাতিক নং: ১৯৮২
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
স্ত্রীদের সাথে উত্তম আচরণ
১৯৮২। হাফস ইবন 'আমর (রাহঃ)...'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে থাকা অবস্থায় মেয়েদের সাথে খেলাধুলা করতাম। তিনি আমার বান্ধবীদের আমার সাথে খেলার জন্য আমার কাছে পাঠিয়ে দিতেন।
أبواب النكاح
بَاب حُسْنِ مُعَاشَرَةِ النِّسَاءِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عُمَرُ بْنُ حَبِيبٍ الْقَاضِي قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ وَأَنَا عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَكَانَ يُسَرِّبُ إِلَيَّ صَوَاحِبَاتِي يُلَاعِبْنَنِي
তাহকীক: