কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯৫৬
আন্তর্জাতিক নং: ১৯৫৬
যে ব্যক্তি নিজের দাসীকে আযাদ করে এবং পরে তাকে বিয়ে করে
১৯৫৬। 'আব্দুল্লাহ ইবন সা'য়ীদ আবু সা'য়ীদ আশজা' (রাহঃ) আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কারো যদি কোন দাসী থাকে, আর সে তাকে উত্তমরূপে শিক্ষা-দীক্ষা দেয় ও আযাদ করে তাকে বিয়ে করে নেয়, তার জন্য রয়েছে দু'টি পুরস্কার। আর আহল কিতাবের কোন ব্যক্তি যদি তার নবীর প্রতি ঈমান আনে এবং পরে মুহাম্মাদ (ﷺ)-এর প্রতি ঈমান আনে, তবে তার জন্যও রয়েছে দু'টি পুরষ্কার। তদ্রূপ কোন ক্রীতদাস যখন আল্লাহর হক ও তার মনিবের হক আদায় করে, তার জন্য রয়েছে দুটি পুরষ্কার। রাবী সালিহ বলেনঃ শা'বী বলেছেন যে, আমি তোমাকে এ হাদীসটি জানিয়ে দিলাম তোমার কোন শ্রম ছাড়াই। অথচ এর চেয়ে কম গুরুত্বপূর্ণ একটি হাদীসের জন্য অনেকেই মদীনা পর্যন্ত সফর করতে বাধ্য হত।
بَاب الرَّجُلِ يُعْتِقُ أَمَتَهُ ثُمَّ يَتَزَوَّجُهَا
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ أَبُو سَعِيدٍ الْأَشَجُّ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ صَالِحِ بْنِ صَالِحِ بْنِ حَيٍّ عَنْ الشَّعْبِيِّ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ’مَنْ كَانَتْ لَهُ جَارِيَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ أَدَبَهَا وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ وَأَيُّمَا رَجُلٍ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ وَآمَنَ بِمُحَمَّدٍ فَلَهُ أَجْرَانِ وَأَيُّمَا عَبْدٍ مَمْلُوكٍ أَدَّى حَقَّ اللهِ عَلَيْهِ وَحَقَّ مَوَالِيهِ فَلَهُ أَجْرَانِ
قَالَ صَالِحٌ قَالَ الشَّعْبِيُّ قَدْ أَعْطَيْتُكَهَا بِغَيْرِ شَيْءٍ إِنْ كَانَ الرَّاكِبُ لَيَرْكَبُ فِيمَا دُونَهَا إِلَى الْمَدِينَةِ
قَالَ صَالِحٌ قَالَ الشَّعْبِيُّ قَدْ أَعْطَيْتُكَهَا بِغَيْرِ شَيْءٍ إِنْ كَانَ الرَّاكِبُ لَيَرْكَبُ فِيمَا دُونَهَا إِلَى الْمَدِينَةِ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:১৯৫৭
আন্তর্জাতিক নং: ১৯৫৭
যে ব্যক্তি নিজের দাসীকে আযাদ করে এবং পরে তাকে বিয়ে করে
১৯৫৭। আহমদ ইবন 'আব্দা (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সফিয়্যা (রাযিঃ) প্রথমে দিহয়া কালবীর (রাযিঃ)-এর ভাগে পড়ে ছিলেন। পরে তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিয়ন্ত্রণে আসেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিয়ে করে নিলেন এবং তার আযাদ করণকেই তার মাহর সাব্যস্ত করলেন।
রাবী হাম্মাদ বলেনঃ 'আব্দুল 'আযীয় ছাবিত বললেন, “হে আবু মুহাম্মাদ! আপনি কি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছিলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সফিয়্যা (রাযিঃ)-কে কি মাহর দিয়েছিলেন?" আনাস (রাযিঃ) বললেনঃ তার দাসত্ব মুক্তিই তাঁর মাহর ছিল।
রাবী হাম্মাদ বলেনঃ 'আব্দুল 'আযীয় ছাবিত বললেন, “হে আবু মুহাম্মাদ! আপনি কি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছিলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সফিয়্যা (রাযিঃ)-কে কি মাহর দিয়েছিলেন?" আনাস (রাযিঃ) বললেনঃ তার দাসত্ব মুক্তিই তাঁর মাহর ছিল।
بَاب الرَّجُلِ يُعْتِقُ أَمَتَهُ ثُمَّ يَتَزَوَّجُهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا ثَابِتٌ وَعَبْدُ الْعَزِيزِ عَنْ أَنَسٍ قَالَ صَارَتْ صَفِيَّةُ لِدِحْيَةَ الْكَلْبِيِّ ثُمَّ صَارَتْ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم بَعْدُ فَتَزَوَّجَهَا وَجَعَلَ عِتْقَهَا صَدَاقَهَا قَالَ حَمَّادٌ فَقَالَ عَبْدُ الْعَزِيزِ لِثَابِتٍ يَا أَبَا مُحَمَّدٍ أَنْتَ سَأَلْتَ أَنَسًا مَا أَمْهَرَهَا قَالَ أَمْهَرَهَا نَفْسَهَا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯৫৮
আন্তর্জাতিক নং: ১৯৫৮
যে ব্যক্তি নিজের দাসীকে আযাদ করে এবং পরে তাকে বিয়ে করে
১৯৫৮। হুবায়শ ইবন মুবাশ্বির (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) সফিয়্যা (রাযিঃ)-কে আযাদ করেছিলেন এবং তাঁর দাসত্ব মুক্তিকেই তার মাহর নির্ধারণ করে তাকে বিয়ে করেছিলেন।
بَاب الرَّجُلِ يُعْتِقُ أَمَتَهُ ثُمَّ يَتَزَوَّجُهَا
حَدَّثَنَا حُبَيْشُ بْنُ مُبَشِّرٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ عِكْرِمَةَ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَعْتَقَ صَفِيَّةَ وَجَعَلَ عِتْقَهَا صَدَاقَهَا وَتَزَوَّجَهَا

তাহকীক:
তাহকীক চলমান