কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯৩৫
আন্তর্জাতিক নং: ১৯৩৫
হালালকারী এবং যার জন্য হালাল করা হয় তাদের প্রসঙ্গে
১৯৩৫। মুহাম্মাদ ইবন ইসমাঈল ইবন বখ্তরী ওয়াসিতী (রাহঃ).... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) হালালকারী এবং যার জন্য হালার করা হয়, (উভয়কে) লা'নত করেছেন।
بَاب الْمُحَلِّلِ وَالْمُحَلَّلِ لَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ الْبَخْتَرِيِّ الْوَاسِطِيُّ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ ابْنِ عَوْنٍ وَمُجالِدٌ عَنْ الشَّعْبِيِّ عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৯৩৬
আন্তর্জাতিক নং: ১৯৩৬
হালালকারী এবং যার জন্য হালাল করা হয় তাদের প্রসঙ্গে
১৯৩৬। ইয়াহইয়া ইবন উছমান ইবন সালিহ মিসরী (রাহঃ) ….. উকবা ইবন আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি তোমাদের ভাড়াটে-পাঠার ব্যাপারে খবর দেব নাকি? তারা বললোঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) । তিনি বলেনঃ সে হলো হালালকারী। আল্লাহ হালালকারী এবং যার জন্য হালার করা হয়, উভয়কে লা'নত করেছেন।
بَاب الْمُحَلِّلِ وَالْمُحَلَّلِ لَهُ
حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ صَالِحٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا أَبِي قَالَ سَمِعْتُ اللَّيْثَ بْنَ سَعْدٍ يَقُولُ قَالَ لِي أَبُو مُصْعَبٍ مِشْرَحُ بْنُ هَاعَانَ قَالَ عُقْبَةُ بْنُ عَامِرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَلَا أُخْبِرُكُمْ بِالتَّيْسِ الْمُسْتَعَارِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ هُوَ الْمُحَلِّلُ لَعَنَ اللهُ الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: