কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৮৬
আন্তর্জাতিক নং: ১৮৮৬
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
মহিলাদের মাহর প্রসঙ্গে
১৮৮৬। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ….. আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত। আমি 'আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ নবী (ﷺ) এর স্ত্রীদের মাহর কত ছিল? তিনি বললেনঃ তাঁর স্ত্রীদের মাহরের পরিমাণ ছিল বার উকিয়া ও এক নশ্। তুমি কি জান, নশ কি? তা হলো অর্ধ উকিয়া। আর এ হলো পাঁচশো দিরহামের সমান।
أبواب النكاح
بَاب صَدَاقِ النِّسَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ سَأَلْتُ عَائِشَةَ كَمْ كَانَ صَدَاقُ نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ صَدَاقُهُ فِي أَزْوَاجِهِ اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشًّا هَلْ تَدْرِي مَا النَّشُّ هُوَ نِصْفُ أُوقِيَّةٍ وَذَلِكَ خَمْسُ مِائَةِ دِرْهَمٍ
হাদীস নং: ১৮৮৭
আন্তর্জাতিক নং: ১৮৮৭
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
মহিলাদের মাহর প্রসঙ্গে
১৮৮৭। আবু বকর ইবন আবু শায়বা ও নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) ….. আবু 'আজ্‌ফা সুলামী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবন খাত্তাব (রাযিঃ) বলেছেনঃ মহিলাদের মাহরের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না। কেননা, তা যদি দুনিয়ায় সম্মান অথবা আল্লাহর কাছে তাওয়ার নিদর্শন হ'তো, তবে মুহাম্মাদ (ﷺ) তোমাদের মধ্যে এ ব্যাপারে অধিক যোগ্য ও অধিকারী হতেন। তিনি তাঁর স্ত্রী ও মেয়েদের মাহর বার উকিয়ার বেশী ধার্য করেননি। অনেক সময় অধিক মাহর স্বামীর উপর বোঝা হয়ে দাঁড়ায়। ফলে, স্ত্রীর প্রতি স্বামীর মনে অনীহা সৃষ্টি হয় এবং সে বলেঃ "আমি তোমার জন্য মশক বহনে বাধ্য হয়েছি, অথবা তোমার জন্য ঘর্মাক্ত হয়ে পড়েছি।"
আমি জন্মগতভাবে আরবী ছিলাম। কিন্তু 'মশক বহন' ও 'ঘর্মাক্ত হওয়া'-এর অর্থ বুঝতে পারছিলাম না।
أبواب النكاح
بَاب صَدَاقِ النِّسَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ ابْنِ عَوْنٍ ح و حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي الْعَجْفَاءِ السُّلَمِيِّ قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لَا تُغَالُوا صَدَاقَ النِّسَاءِ فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا أَوْ تَقْوًى عِنْدَ اللهِ كَانَ أَوْلَاكُمْ وَأَحَقَّكُمْ بِهَا مُحَمَّدٌ صلى الله عليه وسلم مَا أَصْدَقَ امْرَأَةً مِنْ نِسَائِهِ وَلَا أُصْدِقَتْ امْرَأَةٌ مِنْ بَنَاتِهِ أَكْثَرَ مِنْ اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَإِنَّ الرَّجُلَ لَيُثَقِّلُ صَدَقَةَ امْرَأَتِهِ حَتَّى يَكُونَ لَهَا عَدَاوَةٌ فِي نَفْسِهِ وَيَقُولُ قَدْ كَلِفْتُ إِلَيْكِ عَلَقَ الْقِرْبَةِ أَوْ عَرَقَ الْقِرْبَةِ وَكُنْتُ رَجُلًا عَرَبِيًّا مَوْلِدًا مَا أَدْرِي مَا عَلَقُ الْقِرْبَةِ أَوْ عَرَقُ الْقِرْبَةِ
হাদীস নং: ১৮৮৮
আন্তর্জাতিক নং: ১৮৮৮
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
মহিলাদের মাহর প্রসঙ্গে
১৮৮৮। আবু উমর যরীর ও হান্নাদ ইবন সারী (রাহঃ)....আমির ইবন রবী'আ (রাযিঃ) থেকে বর্ণিত। বনু ফাযারা গোত্রের এক ব্যক্তি দু'টি পাদুকার বিনিময়ে বিয়ে করেছিল। রাসূলুল্লাহ (ﷺ) তার বিয়েকে অনুমোদন করেছিলেন।
أبواب النكاح
بَاب صَدَاقِ النِّسَاءِ
حَدَّثَنَا أَبُو عُمَرَ الضَّرِيرُ وَهَنَّادُ بْنُ السَّرِيِّ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ عَنْ أَبِيهِ ’أَنَّ رَجُلًا مِنْ بَنِي فَزَارَةَ تَزَوَّجَ عَلَى نَعْلَيْنِ فَأَجَازَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِكَاحَهُ’.
হাদীস নং: ১৮৮৯
আন্তর্জাতিক নং: ১৮৮৯
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
মহিলাদের মাহর প্রসঙ্গে
১৮৮৯। হাফ্স ইবন 'আমর (রাহঃ) .... সাহল ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একটি মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলো। তিনি বললেনঃ একে কে বিয়ে করবে? তখন জনৈক ব্যক্তি বললোঃ আমি। নবী (ﷺ) বললেনঃ তাকে (মাহর) দাও, যদি তা একটি লোহার আংটিও হয়। লোকটি বললোঃ আমার কাছে নেই। তিনি বললেনঃ তোমার কাছে কুরআনের যে অংশ রয়েছে, এর বিনিময়ে আমি তাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম।
أبواب النكاح
بَاب صَدَاقِ النِّسَاءِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ يَتَزَوَّجُهَا فَقَالَ رَجُلٌ أَنَا فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ فَقَالَ لَيْسَ مَعِي قَالَ قَدْ زَوَّجْتُكَهَا عَلَى مَا مَعَكَ مِنْ الْقُرْآنِ
হাদীস নং: ১৮৯০
আন্তর্জাতিক নং: ১৮৯০
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
মহিলাদের মাহর প্রসঙ্গে
১৮৯০। আবু হিশাম রিফা'য়ী মুহাম্মাদ ইবন ইয়াযীদ (রাহঃ)....আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) 'আয়েশা (রাযিঃ) কে ঘরের আসবার পত্রের বিনিময়ে বিয়ে করেন, যার মূল্য ছিল পঞ্চাশ দিরহাম।
أبواب النكاح
بَاب صَدَاقِ النِّسَاءِ
حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ مُحَمَّدُ بْنُ يَزِيدَ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَمَانٍ حَدَّثَنَا الْأَغَرُّ الرَّقَاشِيُّ عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَ عَائِشَةَ عَلَى مَتَاعِ بَيْتٍ قِيمَتُهُ خَمْسُونَ دِرْهَمًا