কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮৪৮
আন্তর্জাতিক নং: ১৮৪৮
সংসার বিরাগী হওয়া নিষেধ
১৮৪৮। আবু মারওয়ান মুহাম্মাদ ইবন 'উছমান 'উছমানী (রাহঃ).... সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) 'উছমান ইবন মায'উনকে সংসার বিরাগী হওয়া থেকে নিষেধ করেছিলেন। তিনি যদি এ ব্যাপারে তাঁকে অনুমতি দিতেন, তবে আমরা নিজেদের খাশি করিয়ে নিতাম।
بَاب النَّهْيِ عَنْ التَّبَتُّلِ
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ سَعْدٍ قَالَ لَقَدْ رَدَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ وَلَوْ أَذِنَ لَهُ لَاخْتَصَيْنَا

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:১৮৪৯
আন্তর্জাতিক নং: ১৮৪৯
সংসার বিরাগী হওয়া নিষেধ
১৮৪৯। বিশর ইবন আদম ও যায়দ ইবন আখযাম (রাহঃ) …. সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) সংসার বিরাগী হওয়া থেকে নিষেধ করেছেন। যায়দ ইবন আখযাম আরো বলেন যে, কাতাদাহ এ আয়াতটি তিলাওয়াত করলেঃ
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً
অর্থাৎ-আর আমি তোমার আগে অনেক রাসুল পাঠিয়েছিলাম এবং তাঁদের স্ত্রী ও সন্তান-সন্ততি দিয়েছিলাম। (১৩ঃ৩৮)
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً
অর্থাৎ-আর আমি তোমার আগে অনেক রাসুল পাঠিয়েছিলাম এবং তাঁদের স্ত্রী ও সন্তান-সন্ততি দিয়েছিলাম। (১৩ঃ৩৮)
بَاب النَّهْيِ عَنْ التَّبَتُّلِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ وَزَيْدُ بْنُ أَخْزَمَ قَالَا حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا أَبِي عَنْ قَتَادَةَ عَنْ الْحَسَنِ عَنْ سَمُرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ التَّبَتُّلِ زَادَ زَيْدُ بْنُ أَخْزَمَ وَقَرَأَ قَتَادَةُ (وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً)

তাহকীক:
তাহকীক চলমান