কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৭৫
আন্তর্জাতিক নং: ১৭৭৫
মসজিদের বেষ্টনীর মধ্যে ই'তিকাফ করা
১৯৭৫। মুহাম্মাদ ইবন 'আব্দুল আ'লা সানআনী (রাহঃ).... আবু সায়ীদ খুরী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) একটি তুর্কী তাঁবুতে ই'তিকাফ করেন, যার জানালার উপর ছিল চাটাইয়ের টুকরা । রাবী বলেনঃ তাঁর হাত দিয়ে চাটাইটি সরিয়ে বেষ্টনীর পাশে রাখেন। এরপর মাথা বের করে লোকদের সাথে কথা বলেন।
بَاب الِاعْتِكَافِ فِي خَيْمَةِ الْمَسْجِدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّنْعَانِيُّ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنِي عُمَارَةُ بْنُ غَزِيَّةَ قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم اعْتَكَفَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ عَلَى سُدَّتِهَا قِطْعَةُ حَصِيرٍ قَالَ فَأَخَذَ الْحَصِيرَ بِيَدِهِ فَنَحَّاهَا فِي نَاحِيَةِ الْقُبَّةِ ثُمَّ أَطْلَعَ رَأْسَهُ فَكَلَّمَ النَّاسَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান