কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৭১
আন্তর্জাতিক নং: ১৭৭১
কেউ ই'তিকাফ শুরু করলে; আর ইতিকাফের কাযা প্রসঙ্গে
১৭৭১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন ই'তিকাফ করার ইচ্ছা করতেন, তখন তিনি ফজরের সালাত আদায় করার পর ই'তিকাফের উদ্দেশ্যে নির্ধারিত স্থানে প্রবেশ করতেন। একবার তিনি রামাযানের শেষ দশদিন ই'তিকাফ করার ইচ্ছা করলেন, তখন তাঁর নির্দেশে তাঁর জন্য একটি বেষ্টনী তৈরী করা হলো। আর 'আয়েশা (রাযিঃ) একটি বেষ্টনী তৈরী করার নির্দেশ দেন। তখন তাঁর জন্যও তা তৈরী করা হলো। আর হাফসা (রাযিঃ) একটি বেষ্টনী তৈরী করার নির্দেশ দেন, তাঁর জন্য তা তৈরী করা হলো। যয়নাব (রাযিঃ) যখন তাঁদের দুজনের বেষ্টনী দেখলেন, তখন তিনিও আরেকটি বেষ্টনী তৈরীর নির্দেশ দেন, তখন তাঁর জন্য তাও তৈরী করা হলো। রাসূলুল্লাহ (ﷺ) যখন এই অবস্থা প্রত্যক্ষ করলেন, তখন তিনি বললেনঃ “তোমরা কি পূণ্য লাভের জন্য এমনটি করছ!" এরপর তিনি রামাযান মাসে ই'তিকাফ করলেন না। পরে শাওয়াল মাসে দশ দিন ই'তিকাফ করে নিলেন।
بَاب مَا جَاءَ فِيمَنْ يَبْتَدِئُ الِاعْتِكَافَ وَقَضَاءِ الِاعْتِكَافِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الصُّبْحَ ثُمَّ دَخَلَ الْمَكَانَ الَّذِي يُرِيدُ أَنْ يَعْتَكِفَ فِيهِ فَأَرَادَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ فَأَمَرَ فَضُرِبَ لَهُ خِبَاءٌ فَأَمَرَتْ عَائِشَةُ بِخِبَاءٍ فَضُرِبَ لَهَا وَأَمَرَتْ حَفْصَةُ بِخِبَاءٍ فَضُرِبَ لَهَا فَلَمَّا رَأَتْ زَيْنَبُ خِبَاءَهُمَا أَمَرَتْ بِخِبَاءٍ فَضُرِبَ لَهَا فَلَمَّا رَأَى ذَلِكَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ آلْبِرَّ تُرِدْنَ فَلَمْ يَعْتَكِفْ رَمَضَانَ وَاعْتَكَفَ عَشْرًا مِنْ شَوَّالٍ