কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৭৬০
আন্তর্জাতিক নং: ১৭৬০
রোযা ও ই'তিকাফের অধ্যায়
রামাযান মাসে ইসলাম গ্রহণ করলে
১৭৬০। মুহাম্মাদ ইব্ন ইয়াহইয়া (রাহঃ)....আতিয়্যা ইবন সুফয়ান ইব্ন আব্দুল্লাহ্ ইবন রবীয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের যে প্রতিনিধি দলটি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট উপস্থিত হয়েছিল, তারা বনু ছাকীফের ইসলাম গ্রহণের বর্ণনা করলো। রাবী বলেনঃ তারা তাঁর কাছে রামাযান মাসে এসেছিল। তিনি মসজিদে তাদের জন্য তাঁবু খাটিয়ে দিয়েছিলেন। এরপর তারা ইসলাম কবুল করার পর রামাযান মাসের অবশিষ্ট সাওম পালন করলো।
أبواب الصيام
بَاب فِيمَنْ أَسْلَمَ فِي شَهْرِ رَمَضَانَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ عَنْ عِيسَى بْنِ عَبْدِ اللهِ بْنِ مَالِكٍ عَنْ عَطِيَّةَ بْنِ سُفْيَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ رَبِيعَةَ قَالَ حَدَّثَنَا وَفْدُنَا الَّذِينَ قَدِمُوا عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم بِإِسْلَامِ ثَقِيفٍ قَالَ وَقَدِمُوا عَلَيْهِ فِي رَمَضَانَ فَضَرَبَ عَلَيْهِمْ قُبَّةً فِي الْمَسْجِدِ فَلَمَّا أَسْلَمُوا صَامُوا مَا بَقِيَ عَلَيْهِمْ مِنْ الشَّهْرِ
তাহকীক:
বর্ণনাকারী: