কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭৫০
আন্তর্জাতিক নং: ১৭৫০
সাওমরত ব্যক্তিকে আহারের জন্য ডাকা হলে
১৭৫০। আবু বকর ইব্ন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).......আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন তোমাদের কাউকে আহার করার জন্য আহবান করা হয়, অথচ সে সাওম পালনকারী, তখন সে যেন বলেঃ আমি তো সাওম পালনকারী।
بَاب مَنْ دُعِيَ إِلَى طَعَامٍ وَهُوَ صَائِمٌ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى طَعَامٍ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ
হাদীস নং:১৭৫১
আন্তর্জাতিক নং: ১৭৫১
সাওমরত ব্যক্তিকে আহারের জন্য ডাকা হলে
১৭৫১। আহমাদ ইবন ইয়ূসুফ সুলামী (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন সাওম পালনকারীকে যখন আহার করার জন্য ডাকা হয়, তখন সে যেন তাতে সাড়া দেয়। এরপর সে ইচ্ছা করলে আহার করবে, নয়তো খানা বর্জন করবে।
بَاب مَنْ دُعِيَ إِلَى طَعَامٍ وَهُوَ صَائِمٌ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ دُعِيَ إِلَى طَعَامٍ وَهُوَ صَائِمٌ فَلْيُجِبْ فَإِنْ شَاءَ طَعِمَ وَإِنْ شَاءَ تَرَكَ

তাহকীক:
তাহকীক চলমান