কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৭২৭
আন্তর্জাতিক নং: ১৭২৭
রোযা ও ই'তিকাফের অধ্যায়
দশম দিবসে সাওম পালন করা
১৭২৭। 'আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর নিকট (যিলহজ্জ্বের) দশম দিবসের নেকামলের চাইতে অধিক পছন্দনীয় নেকামল আর কিছু নেই। সাহাবায়ে কিরাম বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আল্লাহর পথে জিহাদ করাও নয় কি? তিনি বললেনঃ আল্লাহর পথে জিহাদ করাও নয়, তবে যে ব্যক্তি জানমালসহ আল্লাহর পথে বের হয়, তারপর এ নিয়ে সে আর প্রত্যাবর্তন না করে তার ব্যাপার স্বতন্ত্র।
أبواب الصيام
بَاب صِيَامِ الْعَشْرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ مُسْلِمٍ الْبَطِينِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ يَعْنِي الْعَشْرَ قَالُوا يَا رَسُولَ اللهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ قَالَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ
হাদীস নং: ১৭২৮
আন্তর্জাতিক নং: ১৭২৮
রোযা ও ই'তিকাফের অধ্যায়
দশম দিবসে সাওম পালন করা
১৭২৮। “উমর ইব্ন শাব্বাহ ইবন 'আবীদা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জিলহজ্জের দশম দিবসের ইবাদতের চেয়ে, দুনিয়ার অন্য কোন দিনের ইবাদত ‘মহান আল্লাহর নিকট অধিক প্রিয় নয়। আর এ দিনের সাওম পালন এক বছর সাওম পালনের সমান এবং এর রাত, কদরের রাতের সমান।[১]
[১] হানাফী মাযহাব মতে জিলহাজ্ব মাসের দশম দিবসে সাওম পালন করা হারাম বলে উল্লেখ আছে।
[১] হানাফী মাযহাব মতে জিলহাজ্ব মাসের দশম দিবসে সাওম পালন করা হারাম বলে উল্লেখ আছে।
أبواب الصيام
بَاب صِيَامِ الْعَشْرِ
حَدَّثَنَا عُمَرُ بْنُ شَبَّةَ بْنِ عَبِيدَةَ حَدَّثَنَا مَسْعُودُ بْنُ وَاصِلٍ عَنْ النَّهَّاسِ بْنِ قَهْمٍ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا مِنْ أَيَّامِ الدُّنْيَا أَيَّامٌ أَحَبُّ إِلَى اللهِ سُبْحَانَهُ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ أَيَّامِ الْعَشْرِ وَإِنَّ صِيَامَ يَوْمٍ فِيهَا لَيَعْدِلُ صِيَامَ سَنَةٍ وَلَيْلَةٍ فِيهَا بِلَيْلَةِ الْقَدْرِ
তাহকীক:
হাদীস নং: ১৭২৯
আন্তর্জাতিক নং: ১৭২৯
রোযা ও ই'তিকাফের অধ্যায়
দশম দিবসে সাওম পালন করা
১৭২৯। হান্নাদ ইবন সাররী (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে (জিলহজ্জের) দশম দিবসে কখনো সাওম পালন করতে দেখিনি।
أبواب الصيام
بَاب صِيَامِ الْعَشْرِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صَامَ الْعَشْرَ قَطُّ
তাহকীক: