কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৬৯৪
আন্তর্জাতিক নং: ১৬৯৪
রোযা ও ই'তিকাফের অধ্যায়
বিলম্বে সাহরী খাওয়া প্রসঙ্গে
১৬৯৪। 'আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ)....যায়দ ইবন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সাহরী খেতাম, এরপর সালাতে দাঁড়াতাম। (রাবী বলেন) আমি জিজ্ঞাসা করলামঃ সাহরী ও সালাতের মধ্যে কত সময়ের ব্যবধান থাকত? তিনি বললেনঃ পঞ্চাশ আয়াত তিলাওয়াত করার সময় পরিমাণ।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِي تَأْخِيرِ السُّحُورِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ تَسَحَّرْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ثُمَّ قُمْنَا إِلَى الصَّلَاةِ قُلْتُ كَمْ بَيْنَهُمَا قَالَ قَدْرُ قِرَاءَةِ خَمْسِينَ آيَةً
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৬৯৫
আন্তর্জাতিক নং: ১৬৯৫
রোযা ও ই'তিকাফের অধ্যায়
বিলম্বে সাহরী খাওয়া প্রসঙ্গে
১৬৯৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে প্রায় দিনে সাহরী খাই; তবে সূর্য তখনো উদিত হয়নি।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِي تَأْخِيرِ السُّحُورِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ عَنْ حُذَيْفَةَ قَالَ تَسَحَّرْتُ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم هُوَ النَّهَارُ إِلَّا أَنَّ الشَّمْسَ لَمْ تَطْلُعْ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৬৯৬
আন্তর্জাতিক নং: ১৬৯৬
রোযা ও ই'তিকাফের অধ্যায়
বিলম্বে সাহরী খাওয়া প্রসঙ্গে
১৬৯৬। ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ)...'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিলালের আযান যেন তোমাদের কাউকে সাহরী খাওয়া থেকে বিরত না রাখে। কেননা, তা তোমাদের নিদ্রিত ব্যক্তিকে জাগাবার জন্য এবং তোমাদের সালাত আদায়কারীকে সালাতে রত হওয়ার জন্য আযান দিয়ে থাকে। আর এ সময়কে ফজর বলা হয় না; বরং উর্ধাকাশে আড়াআড়িভাবে শাদা আভা প্রকাশ পাওয়াই ফজর।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِي تَأْخِيرِ السُّحُورِ
- حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ وَابْنُ أَبِي عَدِيٍّ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ لَا يَمْنَعَنَّ أَحَدَكُمْ أَذَانُ بِلَالٍ مِنْ سُحُورِهِ فَإِنَّهُ يُؤَذِّنُ لِيَنْتَبِهَ نَائِمُكُمْ وَلِيَرْجِعَ قَائِمُكُمْ وَلَيْسَ الْفَجْرُ أَنْ يَقُولَ هَكَذَا وَلَكِنْ هَكَذَا يَعْتَرِضُ فِي أُفُقِ السَّمَاءِ
তাহকীক: