কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৮৭
আন্তর্জাতিক নং: ১৬৮৭
সাওম পালনকারীর মুবাশারা প্রসঙ্গে
১৬৮৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....ইবরাহীম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আসওয়াদ ও মাসরুক (রাহঃ) 'আয়েশা (রাযিঃ)-এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সাওমরত অবস্থায় মুবাশারা[১] করতেন কি? তিনি বললেনঃ তিনি করতেন। আর তিনি ছিলেন তোমাদের মধ্যে সর্বাধিক নিজকে নিয়ন্ত্রণকারী।

[১] মুবাশারার অর্থ হলোঃ স্ত্রীর দেহের অঙ্গের সাথে পুরুষের দেহের অঙ্গ মিশান, যেমন- গালের সাথে গাল মিশান ইত্যাদি।
بَاب مَا جَاءَ فِي الْمُبَاشَرَةِ لِلصَّائِمِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ ابْنِ عَوْنٍ عَنْ إِبْرَاهِيمَ قَالَ دَخَلَ الْأَسْوَدُ وَمَسْرُوقٌ عَلَى عَائِشَةَ فَقَالَا أَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ قَالَتْ كَانَ يَفْعَلُ وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৬৮৮
আন্তর্জাতিক নং: ১৬৮৮
সাওম পালনকারীর মুবাশারা প্রসঙ্গে
১৬৮৮। মুহাম্মাদ ইবন খালিদ ইবন আব্দুল্লাহ ওয়াসিতী (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বৃদ্ধ সাওম পালনকারীর জন্য মুবাশারার অবকাশ দেওয়া হয়েছে, আর যুবকদের জন্য তা অপছন্দ করা হয়েছে।
بَاب مَا جَاءَ فِي الْمُبَاشَرَةِ لِلصَّائِمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللهِ الْوَاسِطِيُّ حَدَّثَنَا أَبِي عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ رُخِّصَ لِلْكَبِيرِ الصَّائِمِ فِي الْمُبَاشَرَةِ وَكُرِهَ لِلشَّابِّ